০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

টেকনাফের হ্নীলায় দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

টেকনাফের হ্নীলায় ঘুমন্ত অবস্থায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের মা, তিন ছেলে-মেয়ে’সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০),মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)। বৃহস্পতিবার মধ্যরাত ৩টার এ ঘটনাটি ঘটেছে।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত ৮ ঘটিকার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার
পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারি এক পরিবারের ৪জন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি চাপাপড়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, রাতে পরিবার সবাই খাওয়া-ধাওয়া করে ঘুমাতে যান।এরমধ্যে মধ্যরাতে বসতঘরের মাটির দেওয়াল চাপাপড়ে এক পরিবারের ৪ জন মারা গেছে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, আমরা খবর শুনে তাদের দাপন কাপনের জন্য ইতিমধ্যে নিহতের পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ পৌঁছে দিয়েছি। পরে আরো ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

 

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

পরশুরামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনে আলোচনা, র‍্যালি ও পোনা অবমুক্ত

টেকনাফের হ্নীলায় দেয়াল চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশিত : ০৬:৩১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

টেকনাফের হ্নীলায় ঘুমন্ত অবস্থায় বসতঘরের মাটির দেয়াল চাপায় এক পরিবারের মা, তিন ছেলে-মেয়ে’সহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০),মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)। বৃহস্পতিবার মধ্যরাত ৩টার এ ঘটনাটি ঘটেছে।
হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত ৮ ঘটিকার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার
পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারি এক পরিবারের ৪জন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি চাপাপড়া ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, রাতে পরিবার সবাই খাওয়া-ধাওয়া করে ঘুমাতে যান।এরমধ্যে মধ্যরাতে বসতঘরের মাটির দেওয়াল চাপাপড়ে এক পরিবারের ৪ জন মারা গেছে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী জানান, আমরা খবর শুনে তাদের দাপন কাপনের জন্য ইতিমধ্যে নিহতের পরিবারকে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ পৌঁছে দিয়েছি। পরে আরো ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

 

বিজনেস বাংলাদেশ/bh