ঢাকা সকাল ১১:২২, মঙ্গলবার, ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ময়মনসিংহে রাকিব হত্যার বিচারের দাবীতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহে ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবক মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ ঘটনায় প্রধান আসামি শাওনসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় আওয়ামীলীগ, চরাঞ্চলের এলাকাবাসী ও গন্যমান্যব্যক্তিবর্গ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, ও নিহত রাকিবের পরিবার। গতকাল রবিবার (১৯ নভেম্বর) সকালে নগরীর চায়না মোড় এলাকা থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ একটি বিক্ষোভ মিছিল বের করে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের এসে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য,গত (১১ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮ টার দিকে নগরীর শম্ভুগঞ্জের চায়নামোড় টোলবক্স এলাকায় মাইক্রোবাসকে সাইড না দেওয়াকে কেন্দ্র করে ট্রাক চালককে অহেতুক মারধর করেন শাওন ও তার লোকজন।এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন স্থানীয় আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবক। এসময় আহত হন বাস চালক সাদেক আলী ও শহীদ মিয়া। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা নিয়োজিত বাহিনী ৯ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ কোর্টে প্রেরণ করেছে অন্যরা ফেরারী। তবে আসামি শাওন ও তার বাহিনীর বিরুদ্ধে রয়েছে অস্ত্র মাদক নারী নির্যাতন চাঁদাবাজি ও সন্ত্রাসী সহ ১৪টির উপরে মামলা। নিহত রাকিবের পরিবার জানায়, পূর্বে এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে আজ রাকিবের হত্যা সংঘটিত হতো না, পাশাপাশি ময়মনসিংহ থেকে সন্ত্রাস নির্মূল করা যেত। তবে দ্রুত সময়ে সকল আসামিকে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে শাওন আতঙ্ক ও তার বাহিনীর অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির দাবি জানানো হয়।
এ কর্মসূচিতে মসিকের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডল সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নিহতের চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম আবু বক্কর সিদ্দিক ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজানা বেবি, জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামসহ নিহত রাকিবের পরিবারের অন্যান্য সদস্যরা ও চরাঞ্চলের এলাকাবাসী।
এ বিভাগের আরও সংবাদ