ঢাকা বিকাল ৩:৪৮, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নরসিংদী প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন

সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন

গতকাল রবিবার অনুষ্ঠিত নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন প্রেস ক্লাব মিলনায়তনে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশন এর নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য নির্বাচিতরা হলেন; সহ সভাপতি যথাক্রমে মোঃ মশিউর রহমান সেলিম ও বাদল সাহা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, মোঃ বদরুল আমীন চৌধুরী ও মোহাম্মদ শফিকুল ইসলাম।

নির্বাচন পরিচালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সদর সহকারী কমিশনার রেহানা মজুমদার মুক্তি ও সিনিয়র সহকারী কমিশনার ইফফাত আরা জামান উর্মি।

সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ