০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মেসিদের জন্য রাশিয়াতে পৌঁছাল ৩ টন খাবার

মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে আর্জেন্টিনার আশ্রয়স্থ। আর সেখানেই আগেভাগে খাবার পাঠিয়ে দিয়েছে এএফএ। বিশ্বকাপ চলাকালে মেসিরা যাতে তাদের পছন্দের খাবার খেতে পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।

খাবারের তালিকায় আর্জেন্টিনার প্রচলিত প্রায় সব খাবারই রাখা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে গরু, শুয়ার, সেদ্ধ করা কনডেনসড দুধ। আর্জেন্টিনা থেকে প্রায় তিন টন খাবার এসে পৌঁছেছে ব্রোনিৎসিতে। আর্জেন্টিনা জাতীয় দলের রান্না যিনি করবেন, সেই শেফ ইতিমধ্যেই ব্রোনিৎসিতে পৌঁছেছেন।

ব্রোনিৎসিতে মেসিদের জন্য ভালো পরিকাঠামোর বন্দোবস্ত থাকছে। ফুটবল মাঠ, বিশালাকায় সুইমিং পুল ছাড়াও আরও সুবিধা পাবেন মেসিরা।

খাবার, পরিকাঠামোর পূর্ণ বন্দোবস্ত রয়েছে। এখন মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে আর্জেন্টিনাকে। সেটা কী পারবে নীল-সাদা জার্সিধারীরা? সময় এর উত্তর দেবে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

মেসিদের জন্য রাশিয়াতে পৌঁছাল ৩ টন খাবার

প্রকাশিত : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮

মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে আর্জেন্টিনার আশ্রয়স্থ। আর সেখানেই আগেভাগে খাবার পাঠিয়ে দিয়েছে এএফএ। বিশ্বকাপ চলাকালে মেসিরা যাতে তাদের পছন্দের খাবার খেতে পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।

খাবারের তালিকায় আর্জেন্টিনার প্রচলিত প্রায় সব খাবারই রাখা হয়েছে। খাবারের তালিকায় রয়েছে গরু, শুয়ার, সেদ্ধ করা কনডেনসড দুধ। আর্জেন্টিনা থেকে প্রায় তিন টন খাবার এসে পৌঁছেছে ব্রোনিৎসিতে। আর্জেন্টিনা জাতীয় দলের রান্না যিনি করবেন, সেই শেফ ইতিমধ্যেই ব্রোনিৎসিতে পৌঁছেছেন।

ব্রোনিৎসিতে মেসিদের জন্য ভালো পরিকাঠামোর বন্দোবস্ত থাকছে। ফুটবল মাঠ, বিশালাকায় সুইমিং পুল ছাড়াও আরও সুবিধা পাবেন মেসিরা।

খাবার, পরিকাঠামোর পূর্ণ বন্দোবস্ত রয়েছে। এখন মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে আর্জেন্টিনাকে। সেটা কী পারবে নীল-সাদা জার্সিধারীরা? সময় এর উত্তর দেবে।