জানা গেছে মঙ্গলবার দুপুরে সাপাহার মহিলা ডিগ্রী কলেজ হতে অটো চার্জার চালক সিদ্দিক তার কলেজ পড়ুয়া মেয়ে আয়েশা সহ তার মেয়ের সহপাটি নিতু, সুমাইয়া ও মেশকাত জাহানকে চার্জার ভ্যানে করে নিয়ে গ্রামের বাড়ী বনগ্রাম যাচ্ছিল।
তাদের চার্জার ভ্যানটি গোডাউনপাড়া মোড়ে পৌঁছিলে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক এর সাথে অটো চার্জারের মুখোমুখী সংর্ঘষ বাধে।
এ সময় চার্জার চালক সহ ৪জন কলেজ শিক্ষার্থীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং চার্জার ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় সাপাহার ফায়ার সার্ভিসের ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চার্জার চালক সিদ্দিক (৪৫) কে মৃত ঘোষনা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে দেন। মৃত সিদ্দিক পত্নীতলা উপজেলার বনগ্রাম চক রঘু গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে বলে জানা গেছে।
ঘাতক ট্রাকচালক পলাতক থাকলেও ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়েরের জন্য থানায় কেউ আসেনি এবং কোন প্রকার মামলা দায়ের হয়নি বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/এসআর




















