১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সাব্বিরের সুরে মুক্তার ‘মনের দাবিদার’

প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী মুক্তা বিশ্বাসের একক গান ‘মনের দাবিদার’।

গত ৮ জুন রাতে প্রকাশিত গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সাব্বির জামান।

এতে মুক্তার বিপরীতে মডেল হয়েছেন এ কে আজাদ আদর। দুজন তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নিয়ে ভিডিওটি নির্মিত হয়েছে।

মুক্তা বিশ্বাস বলেন, ‘সব মিলিয়ে এ পর্যন্ত ৬-৭টি গানে কণ্ঠ দিয়েছি আমি। তবে মিউজিক ভিডিওর ক্ষেত্রে এটি তৃতীয়। সুরটি ক্লাসিক্যাল ধাঁচের। কথাগুলোর প্রেমের। গান এবং ভিডিওর গল্প সব কিছুতেই নতুনত্ব আছে।’

সাব্বির জামান বলেন, ‘মুক্তা বিশ্বাসের বাড়ি চট্টগ্রামে। আমার বাড়িও সেখানে। সেই সূত্র ধরে অনেক আগ থেকে তার গান শুনে আসছি। দুর্দান্ত কণ্ঠ তার। এই গানটিরও দারুণ গেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’

গানটির একটি অংশে ইংরেজিতে কন্ঠ দিয়েছেন সাব্বির জামান। ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল।

ট্যাগ :
জনপ্রিয়

সাব্বিরের সুরে মুক্তার ‘মনের দাবিদার’

প্রকাশিত : ১১:১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮

প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী মুক্তা বিশ্বাসের একক গান ‘মনের দাবিদার’।

গত ৮ জুন রাতে প্রকাশিত গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত সাব্বির জামান।

এতে মুক্তার বিপরীতে মডেল হয়েছেন এ কে আজাদ আদর। দুজন তরুণ-তরুণীর ভালোবাসার গল্প নিয়ে ভিডিওটি নির্মিত হয়েছে।

মুক্তা বিশ্বাস বলেন, ‘সব মিলিয়ে এ পর্যন্ত ৬-৭টি গানে কণ্ঠ দিয়েছি আমি। তবে মিউজিক ভিডিওর ক্ষেত্রে এটি তৃতীয়। সুরটি ক্লাসিক্যাল ধাঁচের। কথাগুলোর প্রেমের। গান এবং ভিডিওর গল্প সব কিছুতেই নতুনত্ব আছে।’

সাব্বির জামান বলেন, ‘মুক্তা বিশ্বাসের বাড়ি চট্টগ্রামে। আমার বাড়িও সেখানে। সেই সূত্র ধরে অনেক আগ থেকে তার গান শুনে আসছি। দুর্দান্ত কণ্ঠ তার। এই গানটিরও দারুণ গেয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।’

গানটির একটি অংশে ইংরেজিতে কন্ঠ দিয়েছেন সাব্বির জামান। ভিডিও নির্মাণ করেছেন ইমরান কবির হিমেল।