অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির গৌরবের ৫০ বছর পূর্তির
সুবর্ণজয়ন্তীর বর্ণাঢ্য আলোজন উদযাপন করা হয়। ২৯ নভেম্বর বিকেলে রাজধানীর
‘সিরডাপ’আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বীমা উন্নয়ন ও নিযন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী,বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির
একাডেমিক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন(এ্যাকচুযারি)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক এস.এম ইব্রাহিম হোসাইন (এসিআইআই),
(অ: দা:)।এ সময়ে দেশের সেরা বীমাবিধ সহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির লাইফ ও জেনারেল এমডি ও ডিএমডি গণ সহ একাডেমির সকল স্হরের
কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথির হাত থেকে এসোসিযেটশীপ সনদপত্র দেয়া হয়। উল্লেখ্য
অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানি থেকে প্রায় ১৮০(একশত আশি) জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: হারুন-অর-রশিদ, জীবন
বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান, একাডেমির সাবেক পরিচালক
কে.এম. মোরতুজা আলী, এসিআইআই, সাবেক ফ্যাকাল্টি মেম্বার ও বর্তমানে মেঘনা ইনসিওরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা
পরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আস্থা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী
কর্মকর্তা বিগ্রে: জেনা: (অব:) ড. মোঃ আনোয়ার শফিক, সেনাকল্যান ইনসিওরেন্স কো: লি: এর ব্যবস্থাপনা পরিচালক
বিগ্ৰে:জেনা: শফিক শামীম,পিএসসি (অব:), ফারইষ্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কো: লি: ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য
নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই, এশিয়ান ইনসিওরেন্স কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও
মুখ্য নির্বাহী কর্মকর্তা ইমাম শাহীন, সানফ্লাওয়ার ইনসিওরেন্স কোম্পানী লি: ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক ড. এ ওয়াই এম
নেছার উদ্দিনসহ আরও অনেকে। পরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সকল কৃতকার্য এসোসিয়েটদের হাতে সম্মাননা, ক্রেস্ট
ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমী প্রতিষ্ঠা করেন জাতির
পিতার হাতে গড়া প্রতিষ্ঠানটি সুদৈর্ঘ্য পথ চড়ার ধারাবাহিকতায় ৫০ তম বছরের পদার্পণ করেছে। সুবর্ণ জয়ন্তীর এই
শুভক্ষণে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধান অতিথি সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, বীমা
খাতে দক্ষ জনবল তৈরীতে কর্তৃক পরিচালিত এসোসিয়েটশীপসহ বিভিন্ন কোস ও প্রশিক্ষণ গ্রহণের জন্য বীমাখাত ও
সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বের কথা তুলে ধরেণ। এই অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিযে বীমা শিল্পের উন্নযনে প্রভূত ভূমিকা,
পালন করবে বলে করবে বলে আমি বিশ্বাস করি।


























