০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস-টেম্পুর সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও সুরভী আক্তার (৩৫)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এলাকার জিরো পয়েন্ট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে আটজন যাত্রী নিয়ে টেম্পুটি বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় গাড়ির পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জসিম হাওলাদার বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা এবং রাজিব খান নলছিটি উপজেলা পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং সুরভী নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। অন্য যাত্রীরা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, দুর্ঘটনায় দুই পুরুষ ও এক নারী যাত্রী নিহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বরিশালে বাস-টেম্পু সংঘর্ষে নারীসহ নিহত ৩

প্রকাশিত : ০৮:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাস-টেম্পুর সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও সুরভী আক্তার (৩৫)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক এলাকার জিরো পয়েন্ট নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে আটজন যাত্রী নিয়ে টেম্পুটি বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে যাত্রীবাহী বাস বেপারী পরিবহন কুয়াকাটা যাচ্ছিল। দুটি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা তিন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় গাড়ির পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জসিম হাওলাদার বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা এবং রাজিব খান নলছিটি উপজেলা পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং সুরভী নলবুনিয়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। অন্য যাত্রীরা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, দুর্ঘটনায় দুই পুরুষ ও এক নারী যাত্রী নিহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ