টাঙ্গাইলের কালিহাতীতে নূরে আলম (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার পুখুরিয়া ইছাপুরের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নূরে আলম ওই গ্রামের মৃত আনিসের ছেলে বলে জানা যায়।
কালিহাতী থানার এস আই কামরুল হাসান জানান, নূরে আলম মানসিক প্রতিবন্ধী ছিল। পুখুরিয়া বিলে দুপুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । লাশটি দেখে নূরে আলমের বলে শনাক্ত করে স্বজনরা । লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি























