হ্যালো
শুভ সকাল মিঃ পরিব্রাজক!
হ্যালো
মিজ স্নিগ্ধ সকাল।
মন মনে হয় ফুরফুরে
সকাল সকাল
এমন মন গলানো সম্ভাষণ!
গলিয়ে আর লাভ কী বলো
হয়েছো তো অন্য কারও!
হা হা হা
তুমি পারো ও
সব সময় কাব্য করো।
তোমাকে না পাওয়ার
দুঃখে, কষ্টে, অভিমানে
কাব্য করি বেদনাতে।
হা হা হা
হে দুঃখী শোন
তোমার জন্য অনেক খুঁজে
শীত বস্ত্র কিনেছি
পাহাড়ের তীব্র শীতে
বেশ কাজে দেবে।
উপহার যদি দেবে
বই দিতে পারতে
কিম্বা দামী কোন সেন্ট
যেন গায়ে তোমাকে মেখে ঘুরছি
এত কিছু থাকতে
শীত বস্ত্র কেন মিজ স্নিগ্ধ সকাল!
কারণ তো আছেই
খুলে বলছি শোন
পাহাড়ে এখন তীব্র ঠান্ডা
এ শীতে শীত বস্ত্র পরলে
বেশ উষ্ণতা পাবে
আমারও যেতে ইচ্ছে হচ্ছে
তা তো সম্ভব নয়
আমি তাই প্রতিনিধি করে
শীত বস্ত্র পাঠালাম
পরে থাকবে সব সময়
মনে করবে তোমায় আমি
জড়িয়ে আছি সবসময় ।
আহা ভাবতেই
শীত চলে গেলো।
ফাজিল ছেলে
যা বলেছি তাই শুনবে
একটুও ঠান্ডা লাগাবে না।
তোমার জন্য
কী আনবো বলো!
আমার জন্য!
দাঁড়াও ভেবে বলছি
আমার জন্য এক মুঠো
পাহাড়ী কোন মেঘ এনো!
মেঘ কেনো!
আমি তো মেঘের মতোই
মনে মনে উড়ে বেড়াই
নীল পাহাড়ে ঘুড়ে বেড়াই!
ওগো বন্দী মেয়ে
হলে কেন অন্য কারও
হতে যদি আমার তুমি
ভালই হতো দুজন মিলে।
আচ্ছা হয়েছে হয়েছে
এবার রাখো
ভালো ভাবে ঘুরে এসো
পৌঁছে একটা ফোন দিও
ভালো থেকো।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























