০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

সকাল-সন্ধ্যা অবরোধে চলছে খাগড়াছড়িতে

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধে চলছে। এতে আভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো পর্যন্ত কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে কোনো পিকেটিং নজরে আসেনি।

এর আগে সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে রোববার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হয়। এ ছাড়াও হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। ফলে পানছড়ি বাজারে আসছেন না পাহাড়িরা।

উল্লেখ, ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাংয়ের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।

এ সময় সন্ত্রাসীরা আরও তিনজনকে ধরে নিয়ে যান। পরে অপহৃতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজনেস বাংলাদেশ/একে

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

সকাল-সন্ধ্যা অবরোধে চলছে খাগড়াছড়িতে

প্রকাশিত : ১২:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধে চলছে। এতে আভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে এখনো পর্যন্ত কোথায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে কোনো পিকেটিং নজরে আসেনি।

এর আগে সংগঠনের চার নেতাকে হত্যার প্রতিবাদে রোববার (১৭ ডিসেম্বর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ডাকে দিনব্যাপী সাধারণ ধর্মঘট পালিত হয়। এ ছাড়াও হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর থেকে মাসব্যাপী পানছড়ি বাজার বর্জন কর্মসূচি পালন করে ইউপিডিএফ প্রসীত গ্রুপ। ফলে পানছড়ি বাজারে আসছেন না পাহাড়িরা।

উল্লেখ, ১১ ডিসেম্বর রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলার দুর্গম সীমান্ত এলাকার পাহাড়ি জনপদ পুজগাংয়ের অনিলপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসীত গ্রুপের অঙ্গ-সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।

এ সময় সন্ত্রাসীরা আরও তিনজনকে ধরে নিয়ে যান। পরে অপহৃতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজনেস বাংলাদেশ/একে