দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের ১৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনের মধ্যে সর্বোচ্চ প্রার্থী সাতজন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জেলার তিনটি আসনে বাংলাদেশ আওয়ামীলীগের তিনজন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র তিনজন, জাতীয় পার্টির দুইজন, ন্যাশনাল পিপলস পার্টির (আম) দুইজন, বাংলাদেশ কংগ্রেসের (ডাব) একজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র একজন (নোঙ্গর) এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থী ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল এমপি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মোঃ শামসুল হোদা (মোমবাতি), বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র নুরুল ইসলাম জেন্টু (টেলিভিশন), জাতীয় পার্টির মোঃ আফজাল হোসেন (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আব্দুল হালিম (আম), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোহাঃ গোলাম রাব্বানী (কেটলি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থী মুঃ জিয়াউর রহমান এমপি, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র মোঃ আজিজুর রহমান (টেলিভিশন), জাতীয় পার্টির মোহাঃ আব্দুর রশিদ (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের আব্দুল্লাহ আল মামুন (ডাব), স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস (ঈগল) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। এ আসনে লড়বেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার প্রার্থী মোঃ আব্দুল ওদুদ এমপি, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র কামরুজ্জামান খাঁন, (টেলিভিশন), ন্যাশনাল পিপলস পার্টির মোঃ নাহিদ আহম্মেদ (আম) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র মোহম্মদ আব্দুল মতিন (নোঙ্গর)।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ প্রার্থীগণ, প্রার্থীর প্রতিনিধিগন, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ এবং জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রার্থীদের আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপের করেন।

























