দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের মনোনয়ন স্থগিত হওয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের পক্ষের সমর্থকরা অশ্রাব্য ভাষার ব্যবহার, হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ।রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন বরাবর তিনি এ অভিযোগ জানান।
তিনি বলেন, ড. শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা হারিয়েছেন। সবকিছু শেষে তার প্রার্থিতা এখনও হাইকোর্টের রিভিউয়ে আছে।কিন্তু তারপরও তার সমর্থকরা মিছিল করছে এবং আমার সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।
অভিযোগপত্রে পংকজ নাথ বলেন, আমার নির্বাচনী এলাকা-১২২, বরিশাল-৪ এ নির্বাচন কমিশনের বরাদ্দ প্রতীকধারী প্রার্থী আমরা তিনজন। এর মধ্যে আমি পংকজ নাথ (ঈগল), মিজানুর রহমান (লাঙ্গল) এবং হৃদয় ইসলাম চুন্নু (ছড়ি) অংশগ্রহণ করছি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ দ্বৈত নাগরিকত্বের কারণে প্রার্থিতা হারিয়েছেন। আমাদের এ আসনে নৌকা প্রতীকের কোনও প্রার্থী নেই। অথচ হিজলা-মেহেন্দিগঞ্জের রাজনৈতিক পদধারী কিছু সংখ্যক দুর্বৃত্ত নির্বাচনী পরিবেশকে বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
বিগত ২১ ডিসেম্বর সন্ধ্যায় মেহেন্দিগঞ্জের উলানীয়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মিলন চৌধুরীর নেতৃত্বে লালগঞ্জ বাজারে কিছু সংখ্যক সন্ত্রাসী লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে শাম্মী আহমেদের পক্ষে মিছিল করে ঈগল প্রতীকের সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেয়।


























