১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মেসিদের শোকে টিভি চ্যানেলের নীরবতা পালন!

এ যেন অলিখিত জাতীয় শোক‌‌। ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকে রাগে, ক্ষোভে ফুঁসছেন আর্জেন্টিনার সমর্থকরা। চোখে পানি দেখা গেছে খোদ ফুটবলের রাজপুত্র ডিয়াগো ম্যারাডোনারো। এবার শোকপালনের পথে হাঁটল আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে মেসিদের হারের পরে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ম্যাচের ঠিক পরে হারের ধাক্কা সামলাতে টিওয়াইসি স্পোর্টস উপস্থাপক বলেন, ‘‌লাখো লাখো সমর্থকের হৃদয় ভেঙে গেছে। আমরা এক মিনিট নীরবতা পালন করে শোকজ্ঞাপন করব।’‌

শুধু উপস্থাপরা নন, স্টুডিওতে তাদের সঙ্গে ফুটবল-বিশেষজ্ঞরা ছিলেন, তারাও নীরবই থাকেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

মেসিদের শোকে টিভি চ্যানেলের নীরবতা পালন!

প্রকাশিত : ১১:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮

এ যেন অলিখিত জাতীয় শোক‌‌। ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকে রাগে, ক্ষোভে ফুঁসছেন আর্জেন্টিনার সমর্থকরা। চোখে পানি দেখা গেছে খোদ ফুটবলের রাজপুত্র ডিয়াগো ম্যারাডোনারো। এবার শোকপালনের পথে হাঁটল আর্জেন্টিনার এক সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে মেসিদের হারের পরে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ম্যাচের ঠিক পরে হারের ধাক্কা সামলাতে টিওয়াইসি স্পোর্টস উপস্থাপক বলেন, ‘‌লাখো লাখো সমর্থকের হৃদয় ভেঙে গেছে। আমরা এক মিনিট নীরবতা পালন করে শোকজ্ঞাপন করব।’‌

শুধু উপস্থাপরা নন, স্টুডিওতে তাদের সঙ্গে ফুটবল-বিশেষজ্ঞরা ছিলেন, তারাও নীরবই থাকেন।