০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

`কিল হিম ২’ অনন্ত-বর্ষার সঙ্গে নানা পাটেকর!

ঢালিউডের আলোচিত জুটি অনন্ত-বর্ষার সঙ্গে এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর।

ছবির নাম ‘কিল হিম-২’ । ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে আলোচিত এই প্রযোজক ও পরিচালক গত বছর নির্মাণ করেছিলেন ‘কিল হিম’।

ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ছবিটি গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল।

বার তারই ধারাবাহিকতায় নির্মাণ করতে যাচ্ছেন নতুন ‘কিল হিম-২’।
অনন্ত-বর্ষার সঙ্গে এতে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর।

নানা পাটেকরের অভিনয় নিয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, “‘কিল হিম ২’ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।”

তিনি আরও জানান, ‘নানা পাটেক স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।’

পরিচালক ইকবাল বলেন, “পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ও বর্ষার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।”

নির্মাতা বলেন, “সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘কিল হিম ২’। ‘কিল হিম’- এর থেকে আরও বেশি অ্যাকশন থাকবে নতুন এই সিনেমায়। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।”

বিজনেস বাংলাদেশ/bh

জনপ্রিয়

`কিল হিম ২’ অনন্ত-বর্ষার সঙ্গে নানা পাটেকর!

প্রকাশিত : ০৬:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

ঢালিউডের আলোচিত জুটি অনন্ত-বর্ষার সঙ্গে এবার অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর।

ছবির নাম ‘কিল হিম-২’ । ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। অনন্ত-বর্ষা জুটিকে নিয়ে আলোচিত এই প্রযোজক ও পরিচালক গত বছর নির্মাণ করেছিলেন ‘কিল হিম’।

ছবিটি দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। ছবিটি গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল।

বার তারই ধারাবাহিকতায় নির্মাণ করতে যাচ্ছেন নতুন ‘কিল হিম-২’।
অনন্ত-বর্ষার সঙ্গে এতে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর।

নানা পাটেকরের অভিনয় নিয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, “‘কিল হিম ২’ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। নানা পাটেকর এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন। পাশাপাশি মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন।”

তিনি আরও জানান, ‘নানা পাটেক স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।’

পরিচালক ইকবাল বলেন, “পরিচিত এক তামিল পরিচালকের মাধ্যমে নানা পাটেকরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ও বর্ষার সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।”

নির্মাতা বলেন, “সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে ‘কিল হিম ২’। ‘কিল হিম’- এর থেকে আরও বেশি অ্যাকশন থাকবে নতুন এই সিনেমায়। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।”

বিজনেস বাংলাদেশ/bh