০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ভোটার উপস্থিতি নিয়ে যা জানালো আওয়ামী লীগ

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিং করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। এতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিরোধীদের নির্বাচন বিরোধী প্রচারণার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচনের আগে থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে বিএনপি। এরপরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে। ভোটের সুষ্ঠুতা নিয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো কারচুপি নেই।এতে আবারও প্রমাণিত হয়েছে নির্বাচন বিরোধী চক্রের অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে। ভোটার উপস্থিতি নিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম।

আজ সকাল ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

 

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ভোটার উপস্থিতি নিয়ে যা জানালো আওয়ামী লীগ

প্রকাশিত : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্রিফিং করেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে আওয়ামী লীগ। এতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বিরোধীদের নির্বাচন বিরোধী প্রচারণার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচনের আগে থেকে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে বিএনপি। এরপরও সারা দেশে ভোটার উপস্থিতি সন্তোষজনক। এটা গণতন্ত্রের জয়। নিরপেক্ষ নির্বাচন করার যে ঘোষণা প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে। ভোটের সুষ্ঠুতা নিয়ে তিনি বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো কারচুপি নেই।এতে আবারও প্রমাণিত হয়েছে নির্বাচন বিরোধী চক্রের অভিযোগ সঠিক নয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত ভোট সুষ্ঠু সুন্দর হচ্ছে। ভোটার উপস্থিতি নিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা ছুটি পেয়ে অনেকেই গ্রামে গেছে, অনেকেই ঘুরতে গেছেন, তাই ঢাকার ভোটার উপস্থিতি কম।

আজ সকাল ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস