ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবাধ ও সুষ্ঠু স্বাভাবিক ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে সকালের দিকে স্হানীয় উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে অতর্কিত হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নবীনগর হাসপাতালে ভর্তি ও পরে অবস্হার অবনতিতে ঢাকায় প্রেরণ করা হয়। এদিকে উপজেলার অন্য কেন্দ্র গুলোতে আর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগের প্রার্থী ফয়জুর রহমান বাদল বলেন, নবীনগর বাসীর কাছে আমার বার্তা হল অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা কে তরান্বিত করবেন, এ আশা ও প্রত্যাশা রাখছি আপনাদের কাছে।
ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আবুল হোসেন সরকার জানান, তার নিজ ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ঘটনার সত্যতায় সরেজমিনে দেখা যায় অত্র রিপোর্ট লেখা পর্যন্ত ৫০% ভোট কাষ্টটিং হয় এই নেতার ইউনিয়নে। সরেজমিনে ঘুরে এসে দেখা যায় অন্যান্য ভোট কেন্দ্রেও লোকসমাগম হয়েছিলো বেলা বাড়ার সাথে সাথেই। প্রতিটি ভোট কেন্দ্রে গড়ে প্রায় ৪০/ ৫০% ভোট কাষ্ট হয় বলে প্রিজাইডিং অফিসাররা জানান। অপর আওয়ামীগ নেতা মির্জা সালাউদ্দিন সবুজ বলেন,এতো সুন্দর ও সুশৃংখল নির্বাচন সত্যি এই সময়ে অবাক হওয়ার মতোই। তবে ভোটার উপস্থিতি ছিলো চেলেন্জের।
০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তি পুর্ন ভাবেই সম্পন্ন হয়েছে নির্বাচন
-
নূরে আলম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৬:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- 74
ট্যাগ :
জনপ্রিয়






















