দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া -লোহাগাড়া ১৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ী হলেন এম এ মোতালেব।
সাতকানিয়া -লোহাগাড়া আসনে প্রার্থী রয়েছেন ৭জন ভোট কেন্দ্র রয়েছে ১৫৭টি মোট ভোটার সংখ্যা রয়েছে ৪৫৮৪১১ জন ।
৭ই জানুয়ারী রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম চলে বিকাল ৪ টা পর্যন্ত ।চট্টগ্রাম ১৫ সাতকানিয়া- লোহাগাড়ার এ আসনে বড় ধরনের সংঘাত-সংঘর্ষ ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর কেন্দ্রসমূহের প্রিসাইডিং অফিসাররা রেজাল্ট সীট সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি ৮৫হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী টানা দুইবারের এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিম নদভী পেয়েছেন ৩৯ হাজার ২৫২ ভোট। সবকটি কেন্দ্রে মোট বৈধ ভোট হয়েছে ১২৬১৫২ টি অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ আলী হুসাইন পেয়েছেন ৩৬২ ভোট বাংলাদেশ কল্যাণ পার্টির সোলাইমান কাশেমী পেয়েছেন ১৫০ ভোট জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম পেয়েছেন ৩৮০ ভোট ইসলামী ঐক্য জোটের মোঃ হারুন পেয়েছেন ২৯৪ ভোট বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের জসিম উদ্দিন পেয়েছেন ৮৬ভোট।
সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা পরিষদ হলরুম থেকে পৃথক ভাবে এই ফলাফল ঘোষনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মিল্টন বিশ্বাস ও মুহাম্মদ ইনামুল হাছান।
ফলাফল ঘোষণাকালে মোতালেব সমর্থকরা উপস্থিত থাকলেও নদভী এমপি সমর্থিত কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
তবে এম এ মোতালেবের প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে এ সময় উপজেলা পরিষদ হল রুমে উপস্থিত ছিলেন।
এদিকে ফলাফল ঘোষণার আগেই স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির বাড়ীতে সমর্থকদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো, বিজয়ের প্রতিক্রিয়ায় এমএ মোতালেব সিআইপি বলেন, নানা অত্যাচার, নির্যাতন, দখল. চাঁদাবাজি ,মাদক ব্যবসাসহ দীর্ঘ ১০ বছরের এক ব্যক্তির অপশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিয়েছে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ।
তিনি জানান, সাতকানিয়া -লোহাগাড়া মানুষের উন্নয়নে তার দেওয়া ইশতেহার অনুযায়ী কাজ করে যাবেন তিনি।
বিজনেস বাংলাদেশ/একে






















