ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে আজ মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে খালা ভাগনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হচ্ছে কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুটি গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা।
নিহত সায়মার মা জুহেরা বেগম জানান,দুপুরের দিকে আনুমানিক ৬ বছরের ইলমা ও তার খালা ১২ বছরের সায়মা আক্তার বাড়ির পাশ্ববর্তী পুকুরে গোছল করতে গেলে ইলমা পানিতে তলিয়ে যায়। ইলমাকে বাঁচাতে সায়মা পানিতে নামলে সাঁতার না জানার কারনে উভয়ে তীরে আসতে পারেনি।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















