কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে চলনবিলের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে এলাহী।
শাক পাতা কুড়িয়ে সংসার চালানো বৃদ্ধা হেমরম এর বাসায় শীতবস্ত্র নিয়ে হাজির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে এলাহী।
তিনি অসহায় বৃদ্ধ হেমরম এর বাসায় গিয়ে তার খোঁজ খবর নেন ও শীত নিবারণের জন্য নিজ হাতে শীতবস্ত্র ও ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি আরোও জানান পরবর্তী সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তার এই মানবিকতা সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। খোজ নিয়ে জানা যায়।
বৃদ্ধা বুড়ি হেমরমের স্বামী। ৬ বছর পূর্বে মারা গেছেন, অভাবের তাড়নায় আর বয়সের ভাড়ে লোকলজ্জার পিছু ঠেলে শাকপাতা কুড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সহায় সম্পদ বলতে ছিন্ন কুটির বসত ভিটা আর কিছুই নাই। পরিবারে এক ছেলে ও চার মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে বুদু মুরমুর সাথেই থাকেন। তিনি এই সবুজ শাক পাতা পুকুর পাড়, জমির ডাড়া, কৃষি জমি হতে সংগ্রহ করে কোন সময় পায়ে হেটে কখনো ভ্যানে চেপে ৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বীরগঞ্জ পৌরবাজারে এসে শাক বিক্রি করেই চলে সংসারের খরচ। প্রতিদিন সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত তার সংগ্রহ করা শাক পাতা বিকেলে বীরগঞ্জ বাজারে বিক্রি করে। কিন্তু টানা কয়েক দিনের বৈরী আবহাওয়া প্রচন্ড শীত উপেক্ষা করে শাক বিক্রি করছে ও সরকারি বয়স্ক ভাতা পাই তা দিয়ে নিজের চাহিদা পুরণ করে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে প্রতিদিনের ন্যায় এই উত্তরের হিমালয় পর্বতের কনকনে শীতে ছিন্ন চাদর গায়ে পেচিয়ে বয়সের ভাড় কে পিছু ঠেলে অভাবের তাড়নায় শাক কুড়িয়ে বাজারে বিক্রি করছিলেন বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের (ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর) বাসিন্দা মৃত পালু মুরমুর স্ত্রী হেমরম। আর এই ছবি বীরগঞ্জের সমাজ সেবক ও সংবাদকর্মী সোহেল আহমেদের ফেসবুকে পোস্ট করলে দৃষ্টি অগোচর আসে বীরগঞ্জের মানবিক ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী এর। তিনি বাড়িতে গিয়ে বৃদ্ধার হতে শীতের কম্বল তুলে দেন। এসময় আদিবাসী হেমরম কম্বল পেয়ে আবেগে আপল্লুত হয়ে পড়েন এবং ইউএনও ফজলে এলাহীকে দোয়া করেন।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি






















