দিনাজপুরের বীরগঞ্জে হোটেলের কাজে শেষে শ্বশুর বাড়ি ফিরার পথে (কাঁকড়া) ট্রাক্টরের ধাক্কায় ইসলাম(২৫) নামে নামে (হোটেল শ্রমিক) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১নং ওয়ার্ড এর মৃত ছাবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসলাম দুপুরে উত্তর গড়েয়ায় হোটেলের কাজ সেরে বাজারও খরচ নিয়ে নিজ আবাসস্থল বাবুরহাট শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
পথিমধ্যে ঝলঝলি এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা দ্রুতগামী স্বপ্নীল নামক একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চালক শাহীন পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হোন ইসলাম।
বীরগঞ্জ থানার (এসআই) জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকের এবং মোটরসাইকেলটি জব্দ করে স্থানীয় আজাহার মাস্টারের জিম্মায় রাখা হয়েছে। লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.মজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের স্ত্রী স্বপনা বাদী হয়ে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার মামলা নং ৪, তারিখ ১২/০১/২০২৪। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি






















