কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল পূর্বপাড়া সুলতান রোড সংলগ্ন মোঃ কামাল হোসেনের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা ও লুটপাট করে নগদ অর্থ,স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে যায়।
শুক্রবার (১২ জানুয়ারি) রাতের শেষ প্রহরে ৩ টার সময় ডাকাতি স্টাইলে দশ থেকে বারো জন ছদ্মবেশে মুখোশ লাগিয়ে বাড়িতে প্রবেশ করে পুলিশ পরিচয়ে কামাল হোসেনকে ডাক দেয়। এতে বাড়ির মালিক কামাল হোসেনের সন্দেহ লাগায় রুমের ভেতর থেকে পুলিশ কর্মকর্তার নাম জিজ্ঞেস করলে তৎক্ষনাৎ বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা বারান্দার গেইটের তালা কেটে রুমের দরজা ভেঙে কামাল হোসেন কে কম্বল মুড়ি দিয়ে আটকে ফেলে। কামাল দুর্বৃত্তদের সাথে বাক্ বিতন্ডায় জড়িয়ে পড়লে পাষন্ডরা ডাকাতের ন্যায় তার পায়ের হাঁটুতে রড দ্বারা পিটিয়ে মারাত্মক আহত করে। পরে বাড়ির সকলকে গৃহবন্দী করে প্রাণনাশের হুমকি দেয়। আহত কামাল বর্তমানে বুড়িচং সদর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। কামাল হোসেনের ছেলে শংকুচাইল বাজার ব্যবসায়ী হিমেল বলেন ডাকাতরা বাড়ি ত্যাগ করার পূর্বে আমার মাকে ভয়ভীতি দেখিয়ে তাহার কাছে থাকা আলমীরার চাবি নিয়ে রক্ষিত নগদ ১ লক্ষ টাকা, ৬ ভরি স্বর্ণ ও ৩ টি (আইফোন, স্যামসাং, আইটেল) ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে চলে যায়।
এদিকে এ সম্পর্কে বুড়িচং অফিসার ইনচার্জ আবু হাসানাত খন্দকারকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন ঘটনার খবর শুনা মাত্রই এএসআই সোহরাব ঘটনাস্থলে যায়, এতে ডাকাতি নয় সংঘবদ্ধ চুরি করেছে অভিহিত করেন। তবে এ বিষয়ে থানায় এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি






















