০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

রংপুরে শীত ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা দুইদিনে বেড়েছে দ্বিগুণ

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের জেলাগুলো তীব্র শীত ও হাড়কাপানে ঠান্ডা বাতাস বইছে। এর ফলে বাড়ছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগির সংখ্যা। তিনদিন ধরে প্রতিদিন ৫০-৬০ শিশু ও বয়স্ক রোগি ভর্তি হচ্ছে হাসপাতালে। তবে বেশি বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানান মেডিক্যাল কর্তৃপক্ষ। সূর্যের দেখা না পাওয়ায় কাপছে রংপুরের জনজীবন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো: ইউনুস আলী জানান, গত ৩-৪দিন ধরে রোগির সংখ্যা বাড়ছে। এর মধ্যে উত্তরাঞ্চলে ঠান্ডা ও শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা জনিত রোগির সংখ্যা। বয়স্ক মানুষদের ডায়রিয়া, নিউমুনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্তান্ত হয়ে ভর্ভি হচ্ছে। তবে শিশু ওয়ার্ডে শিশুদের নিউমুনিয়া ও ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি হচ্ছে। চিকিৎসা সেবা নিয়মিত সঠিক ভাবে দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসক।

অন্যদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭-২৮শত রোগী বিভিন্ন রোগে আক্তান্ত রোগি ভর্তি হয়েছে। এর ফলে হাসপাতালের বারান্দায় জায়গা নেই। রোগির সংখ্যা বাড়ার ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার রংপুরে সর্বনিম্ন ১০দশমিক ৩ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত ও থাকতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের মো: মোস্তাফিজার রহমান জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে রংপুরসহ উত্তরাঞ্চলে। শনিবার রংপুরে তাপমাত্রা এই তাপমাত্রা রের্কড করা হয়েছে ১০দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আবার বইছে শৈত্যপ্রবাহ এর সাথে পড়ছে ঘনকুয়াশা ও ঠান্ডা বাতাস ফলে সাধারন মানুষের সমস্যা দেখা দিয়েছে। তবে কয়েক দিনের মধ্যে ঠান্ডা কমে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

 

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

রংপুরে শীত ও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা দুইদিনে বেড়েছে দ্বিগুণ

প্রকাশিত : ০৮:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

গত কয়েকদিন ধরেই উত্তরাঞ্চলের জেলাগুলো তীব্র শীত ও হাড়কাপানে ঠান্ডা বাতাস বইছে। এর ফলে বাড়ছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগির সংখ্যা। তিনদিন ধরে প্রতিদিন ৫০-৬০ শিশু ও বয়স্ক রোগি ভর্তি হচ্ছে হাসপাতালে। তবে বেশি বয়স্ক মানুষ ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে বলে জানান মেডিক্যাল কর্তৃপক্ষ। সূর্যের দেখা না পাওয়ায় কাপছে রংপুরের জনজীবন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা.মো: ইউনুস আলী জানান, গত ৩-৪দিন ধরে রোগির সংখ্যা বাড়ছে। এর মধ্যে উত্তরাঞ্চলে ঠান্ডা ও শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা জনিত রোগির সংখ্যা। বয়স্ক মানুষদের ডায়রিয়া, নিউমুনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্তান্ত হয়ে ভর্ভি হচ্ছে। তবে শিশু ওয়ার্ডে শিশুদের নিউমুনিয়া ও ডায়রিয়া রোগ নিয়ে ভর্তি হচ্ছে। চিকিৎসা সেবা নিয়মিত সঠিক ভাবে দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসক।

অন্যদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭-২৮শত রোগী বিভিন্ন রোগে আক্তান্ত রোগি ভর্তি হয়েছে। এর ফলে হাসপাতালের বারান্দায় জায়গা নেই। রোগির সংখ্যা বাড়ার ফলে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের।

আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার রংপুরে সর্বনিম্ন ১০দশমিক ৩ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিনদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত ও থাকতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের মো: মোস্তাফিজার রহমান জানান, গত কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে রংপুরসহ উত্তরাঞ্চলে। শনিবার রংপুরে তাপমাত্রা এই তাপমাত্রা রের্কড করা হয়েছে ১০দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আবার বইছে শৈত্যপ্রবাহ এর সাথে পড়ছে ঘনকুয়াশা ও ঠান্ডা বাতাস ফলে সাধারন মানুষের সমস্যা দেখা দিয়েছে। তবে কয়েক দিনের মধ্যে ঠান্ডা কমে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি