টানা চতুর্থবার দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) এবং শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করায় চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (এমপি) কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড। মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হক এর স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রে এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন পত্রে বলা হয়েছে, সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিগত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর এ নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে যা দেশের ঈর্ষণীয় উন্নয়ন অভিযাত্রার অনুষঙ্গ হিসেবে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়নে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে ৷
অভিনন্দন পত্রে আরও বলা হয়, দক্ষ ও সফলতার সাথে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচিত করার জন্য দেশপ্রেমিক জনগণ ও সংসদ সদস্যদের উষ্ণ অভিনন্দন জানাই। এ নির্বাচনে আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ অর্জনের জন্য (নৌকা) প্রতীকের সকল সাংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ নবগঠিত মন্ত্রীপরিষদের সকল মাননীয় মন্ত্রী ও মাননীয় প্রতিমন্ত্রীগণ এবং নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা আবারও সংসদ নেতা নির্বাচিত হওয়ায় এবং রেকর্ড পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তিনিসহ পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা চট্টলাবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল) একজন সৎ, দক্ষ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বিগত বছর সরকারের সফল শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করে নবগঠিত মন্ত্রিসভার মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তাকে জানায় অফুরন্ত অভিনন্দন ও শুভকামনা। আমরা মনে করি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠে উচ্চশিক্ষা গ্রহণের অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা এবং শিক্ষাবান্ধব মনন ও মানসিকতাকে কাজে লাগিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্ব নির্দেশনা ভীষণ ২০৪১ অর্জনের লক্ষ্যের দেশে একটি আধুনিক বিজ্ঞান মনস্ক স্মার্ট শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
অভিনন্দন পত্রে আরও বলা হয়, শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সংকট ও অসংগতি দূরীকরণের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা প্রদত্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ সমন্বিত রেখে ন্যায়সঙ্গতভাবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নিশ্চয়তা বিধানের মাধ্যমে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার পরিবেশ সৃষ্টিতে তিনি সচেষ্ট থাকবেন বলে আমরা বিশ্বাস করি। চট্টগ্রামের সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই অঞ্চলের সর্ববৃহৎ এবং দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আমরা অনেক বেশি আনন্দিত গর্বিত। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং মাননীয় শিক্ষামন্ত্রীর যথাযথ ব্যবস্থা শিক্ষক গবেষণার অব্যাহত অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
বিজনেস বাংলাদেশ/একে























