চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘তথ্য নির্দেশিকা ২০২৪’ এর ভিতরের পৃষ্ঠায় ব্যবহৃত টানেলের ছবির অনিচ্ছাকৃত ভুলের ব্যাপারে জানতে চেয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ‘তথ্য নির্দেশিকা ২০২৪’ এর ভিতরে পৃষ্ঠায় বঙ্গবন্ধু টানেলের স্থলে অন্য একটি দেশের টানেলের ছবি ব্যবহৃত হয়েছে। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তথ্য নির্দেশিকা অতিসত্বর প্রত্যাহার করার নির্দেশ দেয়া হয়েছে। এবং এ ভুলের কারণ উদঘাটন করার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
তদন্ত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে। সদস্য করা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ফরিদুল আলম ও আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবিকে। এছাড়াও সচিবের দায়িত্বে রয়েছে, রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার, জনাব মোঃ মইনুল ইসলাম লিটন।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























