চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায়
উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম নুর উদ্দিন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঞা, খাদ্য বিষয়ক কর্মকর্তা মো. জহিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমূখ।
উপজেলার ২ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, যুব প্রশিক্ষণ সনদ, এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক, কৃষকদের মাঝে সার ও বীজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন শেষে নতুন ভবনের সামনে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভবনের সামনে একটি ফুলের চারা রোপণ করেন।



















