০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

বহু দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে : শাজাহান খান এমপি

বাংলাদেশ আওয়াম লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘কোন দেশের চাপ নেই শেখ হাসিনা সরকারের উপর। যদি চাপ থাকেও সেটা সরকার বুঝবে। এটা বিএনপির বোঝার দরকার নেই ও জানার দরকার নেই। কোন চাপ বর্তমান সরকার উপলদ্ধি করছে না। বহু দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে, এই সরকারের সাথে কাজ করবে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। সুতরাং আওয়ামী লীগ সরকারের উপর কোন চাপ নেই, বরং আমরা প্রশান্তিতেই আছি।’

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রায়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির সবকিছুই অবৈধ, তারা যে কথা বলছে সেটাও এখন অবৈধ। একটি সংসদ নির্বাচন হয়ে গেলে, আগের সংসদ এমনিতেই বাতিল হয়ে যায়।

বিএনপি নেতারা বলেন, দুটি সংসদ অবস্থান করছে। সংসদ সম্পর্কে বিএনপির ধারণা অস্পষ্ট। তারা অজ্ঞানের মতো কথা বলছে। সংসদে আসার মানসিকতা নেই বলেই বিএনপি উল্টাপাল্টা কথা বলছে। নির্বাচন আসলে বিএনপি অংশগ্রহণ না করলেও জনগণের ভোটে জিতে আওয়ামী লীগ বার বার সংসদ পরিচালনা করবে। এতে দেশের অনেক উন্নয়নমূলক কাজ হবে। এই কাজে দেশের জনগণ উপকৃত হবে। বিএনপি একটা অগণতান্ত্রিক দল। তারা সন্ত্রাসী দল হিসেবেই সারাবিশে^ চিহ্নিত হয়েছে। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসী কর্মকান্ড করে। মানুষকে পুড়িয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিএনপি। তাই বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।’

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন শাহাসহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বহু দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে : শাজাহান খান এমপি

প্রকাশিত : ০৭:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ আওয়াম লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘কোন দেশের চাপ নেই শেখ হাসিনা সরকারের উপর। যদি চাপ থাকেও সেটা সরকার বুঝবে। এটা বিএনপির বোঝার দরকার নেই ও জানার দরকার নেই। কোন চাপ বর্তমান সরকার উপলদ্ধি করছে না। বহু দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে, এই সরকারের সাথে কাজ করবে বলে তারা অভিমত ব্যক্ত করেছে। সুতরাং আওয়ামী লীগ সরকারের উপর কোন চাপ নেই, বরং আমরা প্রশান্তিতেই আছি।’

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের রাজৈরের ইশিবপুর ইউনিয়নের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রায়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-০২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপির সবকিছুই অবৈধ, তারা যে কথা বলছে সেটাও এখন অবৈধ। একটি সংসদ নির্বাচন হয়ে গেলে, আগের সংসদ এমনিতেই বাতিল হয়ে যায়।

বিএনপি নেতারা বলেন, দুটি সংসদ অবস্থান করছে। সংসদ সম্পর্কে বিএনপির ধারণা অস্পষ্ট। তারা অজ্ঞানের মতো কথা বলছে। সংসদে আসার মানসিকতা নেই বলেই বিএনপি উল্টাপাল্টা কথা বলছে। নির্বাচন আসলে বিএনপি অংশগ্রহণ না করলেও জনগণের ভোটে জিতে আওয়ামী লীগ বার বার সংসদ পরিচালনা করবে। এতে দেশের অনেক উন্নয়নমূলক কাজ হবে। এই কাজে দেশের জনগণ উপকৃত হবে। বিএনপি একটা অগণতান্ত্রিক দল। তারা সন্ত্রাসী দল হিসেবেই সারাবিশে^ চিহ্নিত হয়েছে। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসী কর্মকান্ড করে। মানুষকে পুড়িয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিএনপি। তাই বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে।’

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন শাহাসহ অনেকেই।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি