০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নেইমারের ছেলের আসল মা’ কে?

চলতি রাশিয়া বিশ্বকাপে এখনো কোন ঝলক দেখাতে পারেনি নেইমার।তবে সামনের ম্যাচ গুলোতে ভালো খেলার জন্য আশাবাদী এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফুটবলার ছাড়াও নেইমারের আরো একটা পরিচয় আছে। সেটা হয়তো নেইমার ভক্তদের অজানাও হতে পারে।মাত্র ১৯ বছর বয়সে নেইমার বাবা হয়েছিলেন।

সেই সময় তিনি একটি শিশু দত্তক নিয়ে সবাইকে অবাক করে দেন । শিশুটির নাম দাভি লুকা। যদিও শিশুটির মায়ের নাম কোনোদিনই প্রকাশ্যে আনেননি নেইমার। শোনা যায়, ছেলেটি নেইমারের সাবেক বান্ধবী ক্যারেলিনা দানতাসের। এর মধ্যেই বিখ্যাত স্পোটসপ্রো ম্যাগাজিনের ২০১২ এবং ২০১৩ সালে সব থেকে দামি ক্রীড়াবিদের স্বীকৃতি পান নেইমার। পেছনে ফেলে দেন উসাইন বোল্ট, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে যোগ দেন ফরাসি লিগের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে। ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলার কথা তার।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নেইমারের ছেলের আসল মা’ কে?

প্রকাশিত : ১১:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮

চলতি রাশিয়া বিশ্বকাপে এখনো কোন ঝলক দেখাতে পারেনি নেইমার।তবে সামনের ম্যাচ গুলোতে ভালো খেলার জন্য আশাবাদী এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফুটবলার ছাড়াও নেইমারের আরো একটা পরিচয় আছে। সেটা হয়তো নেইমার ভক্তদের অজানাও হতে পারে।মাত্র ১৯ বছর বয়সে নেইমার বাবা হয়েছিলেন।

সেই সময় তিনি একটি শিশু দত্তক নিয়ে সবাইকে অবাক করে দেন । শিশুটির নাম দাভি লুকা। যদিও শিশুটির মায়ের নাম কোনোদিনই প্রকাশ্যে আনেননি নেইমার। শোনা যায়, ছেলেটি নেইমারের সাবেক বান্ধবী ক্যারেলিনা দানতাসের। এর মধ্যেই বিখ্যাত স্পোটসপ্রো ম্যাগাজিনের ২০১২ এবং ২০১৩ সালে সব থেকে দামি ক্রীড়াবিদের স্বীকৃতি পান নেইমার। পেছনে ফেলে দেন উসাইন বোল্ট, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোদের।

বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে যোগ দেন ফরাসি লিগের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে। ২০২২ সাল পর্যন্ত এই ক্লাবেই খেলার কথা তার।