০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আর্জেন্টিনার ৭ ফুটবলারের অবসর!

রাশিয়া বিশ্বকাপে আজ আর্জেন্টিনার বাঁচা মরার লড়াই। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নাইজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই মেসিদের সামনে। আর জিততে না পারলে লজ্জার বিদায় নিতে হবে লিওনেল মেসিদের।

এর আগে গত ম্যাচগুলোতে আর্জেন্টিনার কোচ সাম্পাউলির দল নির্বাচন ও স্ট্র্যাটেজি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। তবে আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া মেসি। আর তাই নাইজেরিয়ার বিপক্ষে আজকের ম্যাচে দল বাছবেন মেসি নিজে।

এর আগের ম্যাচগুলোতে সব থেকে বেশি আলোচনা হয়েছে আর্জেন্টাইন গোলকিপার কাবোয়ারোকে নিয়ে। তার বিকল্প চান মেসি নিজে। পাশাপাশি এই কাজে মেসিকে সাহায্য করবেন সতীর্থ মাসচেরানো ও ম্যানেজার বুরুচাগা। থাকবেন সাম্পাওলিও, তবে আগের মতো একার সিদ্ধান্তে দল চালাতে পারবেন না তিনি।

খুব বড় অঘটন না ঘটলে গোলকিপার আরমানিকে খেলানো হতে পারে। কারণ মেসি স্বয়ং চাইছেন তাকে। পুরনো কম্বিনেশনের কথা মাথায় রেখে খেলানো হতে পারে তাগলিয়াফিকো, ওটামেন্ডি, মার্কেডো, সালভিও, পেরেজ, মাসচেরানো, বানেগা, দি’মারিয়া, হিগুয়াইন ও মেসিকে।

এদিকে অনেকেই মনে করছেন, নাইজেরিয়া ম্যাচ জিততে না পারলে মেসিসহ আর্জেন্টিনা দলের কমপক্ষে সাতজন একসঙ্গে অবসর নিতে পারেন। আর সেটা হলে আর্জেন্টিনা দলের মেরুদণ্ডটাই ভেঙে যাবে।

এখন শুধু অপেক্ষার পালা…. আর সবার মনে একটাই প্রশ্ন আজকের ম্যাচে জিতবেতো লিওনেল মেসিরা। কারণ সারাবিশ্ব যে তার দিকেই তাকিয়ে আছে। তবে ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার বিশ্বাস মেসি ফর্মে ফিরলেই আর্জেন্টিনা জেগে উঠবে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আর্জেন্টিনার ৭ ফুটবলারের অবসর!

প্রকাশিত : ০৬:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে আজ আর্জেন্টিনার বাঁচা মরার লড়াই। মঙ্গলবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নাইজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই মেসিদের সামনে। আর জিততে না পারলে লজ্জার বিদায় নিতে হবে লিওনেল মেসিদের।

এর আগে গত ম্যাচগুলোতে আর্জেন্টিনার কোচ সাম্পাউলির দল নির্বাচন ও স্ট্র্যাটেজি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। তবে আজকের ম্যাচে জয়ের জন্য মরিয়া মেসি। আর তাই নাইজেরিয়ার বিপক্ষে আজকের ম্যাচে দল বাছবেন মেসি নিজে।

এর আগের ম্যাচগুলোতে সব থেকে বেশি আলোচনা হয়েছে আর্জেন্টাইন গোলকিপার কাবোয়ারোকে নিয়ে। তার বিকল্প চান মেসি নিজে। পাশাপাশি এই কাজে মেসিকে সাহায্য করবেন সতীর্থ মাসচেরানো ও ম্যানেজার বুরুচাগা। থাকবেন সাম্পাওলিও, তবে আগের মতো একার সিদ্ধান্তে দল চালাতে পারবেন না তিনি।

খুব বড় অঘটন না ঘটলে গোলকিপার আরমানিকে খেলানো হতে পারে। কারণ মেসি স্বয়ং চাইছেন তাকে। পুরনো কম্বিনেশনের কথা মাথায় রেখে খেলানো হতে পারে তাগলিয়াফিকো, ওটামেন্ডি, মার্কেডো, সালভিও, পেরেজ, মাসচেরানো, বানেগা, দি’মারিয়া, হিগুয়াইন ও মেসিকে।

এদিকে অনেকেই মনে করছেন, নাইজেরিয়া ম্যাচ জিততে না পারলে মেসিসহ আর্জেন্টিনা দলের কমপক্ষে সাতজন একসঙ্গে অবসর নিতে পারেন। আর সেটা হলে আর্জেন্টিনা দলের মেরুদণ্ডটাই ভেঙে যাবে।

এখন শুধু অপেক্ষার পালা…. আর সবার মনে একটাই প্রশ্ন আজকের ম্যাচে জিতবেতো লিওনেল মেসিরা। কারণ সারাবিশ্ব যে তার দিকেই তাকিয়ে আছে। তবে ফুটবলের রাজপুত্র ম্যারাডোনার বিশ্বাস মেসি ফর্মে ফিরলেই আর্জেন্টিনা জেগে উঠবে।