০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

দেশে কৃত্রিম খাদ্য সংকটের চেষ্টা করা হচ্ছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের দেশে কৃত্রিম খাদ্য সংকটের মাধ্যমে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে সব টাকা এখন ছাড়া হচ্ছে না। যার যত বেশি আছে সে ততো খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগেনা, তাদের অন্য জায়গায় সেটাপ আছে। তাই সে কারণে একটু স্লো আগাতে হবে। মেইনলি অর্থ ছাড়টা খাদ্যের উপর এবং তেলের ওপর ফোকাস করছে সরকার বলে জানান তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে এবং বাংলাদেশের যত লুটপাট, যত ষড়যন্ত্র, দেশ বেচা, গরিব-অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোক, লেখাপড়া করে শ্রমিকের টাকা মেরে দেয় পৃথিবীর মধ্যে নামকরা ডক্টরেটরা।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে মারেনি ওরা আমাদের যৌবন, কৈশোরকে মেরেছে। আমাদের জাপানের মত একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, আমাদের মাটির তলে গ্যাস, আমাদের ম্যানপাওয়ার সবটাই ছিল। আমাদের বঙ্গবন্ধু সেই জায়গায় দেশটিকে নিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। আবার আল্লাহর কি রহমত শেখ হাসিনা ফিরে আসছে স্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছিল উনি স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। সময়ের সকল শিক্ষককে ছাত্র-ছাত্রীদের ভালোবাসা দিয়ে তৈরি করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমি আজ এখানে আলোর ঝলকানি দেখলাম। আমার দেশ দাঁড়াবে। আপনাদের মতো শিক্ষক আর এদের মতো অফিসার যতদিন আছে, এ দেশ মাথা তুলে দাঁড়াবেই।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এডমিন আমির খুসরু সহ জেলা শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

দেশে কৃত্রিম খাদ্য সংকটের চেষ্টা করা হচ্ছে : শামীম ওসমান

প্রকাশিত : ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমাদের দেশে কৃত্রিম খাদ্য সংকটের মাধ্যমে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে সব টাকা এখন ছাড়া হচ্ছে না। যার যত বেশি আছে সে ততো খেতে চায়। কিছু মানুষ আছে তাদের কাছে বাংলাদেশ ভালো লাগেনা, তাদের অন্য জায়গায় সেটাপ আছে। তাই সে কারণে একটু স্লো আগাতে হবে। মেইনলি অর্থ ছাড়টা খাদ্যের উপর এবং তেলের ওপর ফোকাস করছে সরকার বলে জানান তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ভালো মানুষ হওয়া। ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবীতে এবং বাংলাদেশের যত লুটপাট, যত ষড়যন্ত্র, দেশ বেচা, গরিব-অশিক্ষিত মানুষ করে না। করে সব শিক্ষিত লোক, লেখাপড়া করে শ্রমিকের টাকা মেরে দেয় পৃথিবীর মধ্যে নামকরা ডক্টরেটরা।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে মারেনি ওরা আমাদের যৌবন, কৈশোরকে মেরেছে। আমাদের জাপানের মত একটি দেশ থাকার কথা ছিল। আমাদের মাটিতে সম্পদ আছে। আমাদের পানি, আমাদের মাটির তলে গ্যাস, আমাদের ম্যানপাওয়ার সবটাই ছিল। আমাদের বঙ্গবন্ধু সেই জায়গায় দেশটিকে নিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের স্বপ্নগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে। আবার আল্লাহর কি রহমত শেখ হাসিনা ফিরে আসছে স্বপ্ন দেখা বন্ধ হয়ে গিয়েছিল উনি স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। সময়ের সকল শিক্ষককে ছাত্র-ছাত্রীদের ভালোবাসা দিয়ে তৈরি করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে শামীম ওসমান বলেন, আমি আজ এখানে আলোর ঝলকানি দেখলাম। আমার দেশ দাঁড়াবে। আপনাদের মতো শিক্ষক আর এদের মতো অফিসার যতদিন আছে, এ দেশ মাথা তুলে দাঁড়াবেই।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এডমিন আমির খুসরু সহ জেলা শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্যরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ