০২:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

নবীনগরে ভূমি অফিসের পরিত্যক্ত জায়গায় কর্মকর্তা মাহমুদা জাহানের ‘কুসুম কানন’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের ভেতরে পুরাতন রেকর্ড রুমের পেছনে পরিত্যক্ত জায়গায় দৃষ্টিনন্দন ফুলের বাগান গড়ে তুলেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

আড়াই শতক পরিত্যক্ত জমিতে ‘কুসুম কানন’ নামের এই ফুলের বাগানটিতে বিভিন্ন প্রজাতির ও সৌন্দর্য বর্ধক ২৫০টি ফুলের চারা রোপণ করেন তিনি। শুধু তাই নয়, সেখানে তিনি দর্শনার্থীদের বসার জন্যও মনোরম বেঞ্চের ব্যবস্থা করেছেন।


৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফুলের বাগানটি সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাহন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন তহশিলের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

নবীনগরে ভূমি অফিসের পরিত্যক্ত জায়গায় কর্মকর্তা মাহমুদা জাহানের ‘কুসুম কানন’

প্রকাশিত : ০৮:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি অফিসের ভেতরে পুরাতন রেকর্ড রুমের পেছনে পরিত্যক্ত জায়গায় দৃষ্টিনন্দন ফুলের বাগান গড়ে তুলেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

আড়াই শতক পরিত্যক্ত জমিতে ‘কুসুম কানন’ নামের এই ফুলের বাগানটিতে বিভিন্ন প্রজাতির ও সৌন্দর্য বর্ধক ২৫০টি ফুলের চারা রোপণ করেন তিনি। শুধু তাই নয়, সেখানে তিনি দর্শনার্থীদের বসার জন্যও মনোরম বেঞ্চের ব্যবস্থা করেছেন।


৫ ফেব্রুয়ারি সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দৃষ্টিনন্দন ফুলের বাগানটি সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

নাম ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধনের সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সাহন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন তহশিলের উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ