০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

স্ম্যাক আজাদের আর্জেন্টিনার গান

এবারের বিশ্বকাপে বেশ ক’টি থিম সং সাড়া জাগিয়েছে। এর মধ্যে একটি গেয়েছেন স্ম্যাক আজাদ। আর্জেন্টিনার সমর্থকদের জন্য ২৪ জুন লিওনেল মেসির জন্মদিনে গানটির ভিডিও প্রকাশ করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি লিখেছেন কন্ঠশিল্পী স্ম্যাক আজাদ নিজেই। আর্জেন্টিনা দলের প্রতি ভক্তদের ভালোবাসাকে তুলে ধরা হলেও গানটিতে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে দলটির অধিয়ানক লিওনেল মেসিকে। অয়ন চাকলাদারের সঙ্গে সুরও ভাগাভাগি করেছেন তিনি। সংগীতায়োজনে অয়ন চাকলাদার।

 

আজাদ বলেন, ‘পছন্দের দল আর্জেন্টিনাকে নিয়ে গানটি করতে পেরে খুব ভালো লাগছে। দেরিতে প্রকাশ পেলেও গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি।’ এর আগে রাজেশ এর কথা ও সুরে স্ম্যাক আজাদের ‘বন্ধু’ গানটি এবং ন্যান্সি ও লেমিসের সঙ্গে গাওয়া গানগুলো জনপ্রিয় হয়েছিল।

 

গানটির লিংক: https://youtu.be/BBFlehOY9k0

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

স্ম্যাক আজাদের আর্জেন্টিনার গান

প্রকাশিত : ০৭:৫৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

এবারের বিশ্বকাপে বেশ ক’টি থিম সং সাড়া জাগিয়েছে। এর মধ্যে একটি গেয়েছেন স্ম্যাক আজাদ। আর্জেন্টিনার সমর্থকদের জন্য ২৪ জুন লিওনেল মেসির জন্মদিনে গানটির ভিডিও প্রকাশ করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি লিখেছেন কন্ঠশিল্পী স্ম্যাক আজাদ নিজেই। আর্জেন্টিনা দলের প্রতি ভক্তদের ভালোবাসাকে তুলে ধরা হলেও গানটিতে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে দলটির অধিয়ানক লিওনেল মেসিকে। অয়ন চাকলাদারের সঙ্গে সুরও ভাগাভাগি করেছেন তিনি। সংগীতায়োজনে অয়ন চাকলাদার।

 

আজাদ বলেন, ‘পছন্দের দল আর্জেন্টিনাকে নিয়ে গানটি করতে পেরে খুব ভালো লাগছে। দেরিতে প্রকাশ পেলেও গানটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি।’ এর আগে রাজেশ এর কথা ও সুরে স্ম্যাক আজাদের ‘বন্ধু’ গানটি এবং ন্যান্সি ও লেমিসের সঙ্গে গাওয়া গানগুলো জনপ্রিয় হয়েছিল।

 

গানটির লিংক: https://youtu.be/BBFlehOY9k0