০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মেসিদের বাঁচা-মরার লড়াই শুরু

পুরো বিশ্বের চোখ এখন রাশিয়ার দিকে। কারণ বিশ্বকাপের লড়াইয়ে অবতীর্ণ আর্জেন্টিনা ও ফ্রান্স। ল্যাটিন আমেরিকা বনাম ইউরোপ যুদ্ধ। বেজে ওঠেছে মহাদেশীয় যুদ্ধের দামামা। অগ্নিপরীক্ষার এই ম্যাচে হারলেই বিদায় জিতলেই কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরম্যান্স তাতে আর্জেন্টাইন সমর্থকরাও খুব আশাবাদী হতে পারছে না। তাই এই ম্যাচে হয় বাঁচো নয় মরো এই মনোভাব নিয়েই খেলতে হবে আর্জেন্টিনাকে।

ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচ আসলে নানা বৈপরীত্যের সমাহার। আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। আবার ফ্রান্স মানে কোনও একজন নন। পল পোগবা, আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিহু, দেম্বেলেরা সবাই।

মেসিকে শুধু গোল করলেই চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। ফাউলেও ঠান্ডা রাখতে হবে মাথা। নাইজিরিয়া ম্যাচে শেষ মুহূর্তে দেখেছিলেন, আর কিন্তু হলুদ কার্ড দেখলে চলবে না। এবং অপেক্ষায় থাকতে হবে সুযোগের।

আর্জেন্টিনার একাদশ : আরমানি, তালিয়াফিকো, রোহো, ওটামেন্ডি, মার্কাদো, বানেগা, মাচেরানো, এনজো পেরেজ, ডি মারিয়া, মেসি, পাভন।

ফ্রান্স একাদশ : লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, পগবা, কান্তে, মাতৌদি, গ্রিজম্যান, জিরু, এমবাপে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মেসিদের বাঁচা-মরার লড়াই শুরু

প্রকাশিত : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮

পুরো বিশ্বের চোখ এখন রাশিয়ার দিকে। কারণ বিশ্বকাপের লড়াইয়ে অবতীর্ণ আর্জেন্টিনা ও ফ্রান্স। ল্যাটিন আমেরিকা বনাম ইউরোপ যুদ্ধ। বেজে ওঠেছে মহাদেশীয় যুদ্ধের দামামা। অগ্নিপরীক্ষার এই ম্যাচে হারলেই বিদায় জিতলেই কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরম্যান্স তাতে আর্জেন্টাইন সমর্থকরাও খুব আশাবাদী হতে পারছে না। তাই এই ম্যাচে হয় বাঁচো নয় মরো এই মনোভাব নিয়েই খেলতে হবে আর্জেন্টিনাকে।

ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচ আসলে নানা বৈপরীত্যের সমাহার। আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। আবার ফ্রান্স মানে কোনও একজন নন। পল পোগবা, আন্তোনিও গ্রিজম্যান, অলিভার জিহু, দেম্বেলেরা সবাই।

মেসিকে শুধু গোল করলেই চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। ফাউলেও ঠান্ডা রাখতে হবে মাথা। নাইজিরিয়া ম্যাচে শেষ মুহূর্তে দেখেছিলেন, আর কিন্তু হলুদ কার্ড দেখলে চলবে না। এবং অপেক্ষায় থাকতে হবে সুযোগের।

আর্জেন্টিনার একাদশ : আরমানি, তালিয়াফিকো, রোহো, ওটামেন্ডি, মার্কাদো, বানেগা, মাচেরানো, এনজো পেরেজ, ডি মারিয়া, মেসি, পাভন।

ফ্রান্স একাদশ : লরিস, পাভার্ড, ভারানে, উমতিতি, হার্নান্দেজ, পগবা, কান্তে, মাতৌদি, গ্রিজম্যান, জিরু, এমবাপে।