০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ভালোবাসা দিবসে ‘তোমার পাশে থাকতে চাই’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৬:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • 101

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রচার হতে যাচ্ছে ভালোবাসার নাটক ‘তোমার পাশে থাকতে চাই’। মাহমুদুর রহমান হিমি’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা ও আরো অনেকে।
‘তোমার পাশে থাকতে চাই’ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে, মায়া (তানজিন তিশা) ও সানভি (মুশফিক ফারহান) ছয় বছর আগে একই কলেজে পড়তো একই শহরে। মায়াকে সানভি যেদিন প্রপোজ করে সেদিন মায়ার বাবা ট্রান্সফার হয়ে যায় এবং মায়ারা পুরো ফ্যামিলিসহ শহর ছেড়ে চলে যায়। সানভির জানা হয় না মায়ার উত্তর, মায়া কি সানভিকে সত্যিই ভালোবাসে নাকি না। এরপর কেটে যায় এই ছয়টি বছর সানভির পারিবারিক অনেক সমস্যার কারণে সে দেশ ছেড়ে সিঙ্গাপুওে বসবাস শুরু করে এবং এখানে ছোটখাটো একটি ব্যবসা শুরু করে। ছয় বচল পর সানভির দেখা হয় মায়ার সাথে তাও আবার একটা অচেনা দেশে সিঙ্গাপুরে। সানভি আশাই করিনি এমন একটা ভিন্ন দেশে তার দেখা হবে মায়ার সাথে। শুরু হয় তার অসমাপ্ত ভালোবাসার গল্প। আর এই ভালোবাসা নিয়েই এগিয়ে যায় নাটটির গল্প।

বিজনেস বাংলাদেশ/BH

ভালোবাসা দিবসে ‘তোমার পাশে থাকতে চাই’

প্রকাশিত : ০৬:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রচার হতে যাচ্ছে ভালোবাসার নাটক ‘তোমার পাশে থাকতে চাই’। মাহমুদুর রহমান হিমি’র রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক ফারহান, তানজিন তিশা ও আরো অনেকে।
‘তোমার পাশে থাকতে চাই’ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে, মায়া (তানজিন তিশা) ও সানভি (মুশফিক ফারহান) ছয় বছর আগে একই কলেজে পড়তো একই শহরে। মায়াকে সানভি যেদিন প্রপোজ করে সেদিন মায়ার বাবা ট্রান্সফার হয়ে যায় এবং মায়ারা পুরো ফ্যামিলিসহ শহর ছেড়ে চলে যায়। সানভির জানা হয় না মায়ার উত্তর, মায়া কি সানভিকে সত্যিই ভালোবাসে নাকি না। এরপর কেটে যায় এই ছয়টি বছর সানভির পারিবারিক অনেক সমস্যার কারণে সে দেশ ছেড়ে সিঙ্গাপুওে বসবাস শুরু করে এবং এখানে ছোটখাটো একটি ব্যবসা শুরু করে। ছয় বচল পর সানভির দেখা হয় মায়ার সাথে তাও আবার একটা অচেনা দেশে সিঙ্গাপুরে। সানভি আশাই করিনি এমন একটা ভিন্ন দেশে তার দেখা হবে মায়ার সাথে। শুরু হয় তার অসমাপ্ত ভালোবাসার গল্প। আর এই ভালোবাসা নিয়েই এগিয়ে যায় নাটটির গল্প।

বিজনেস বাংলাদেশ/BH