ভেড়ামারা প্রেসক্লাবে উপহার হিসেবে দুটি কম্পিউটার প্রদান করেছেন কুষ্টিয়া- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। আজ মঙ্গলবার বিকেলে ভেড়ামারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের সাংবাদিকতার কাজকে এগিয়ে নিতে ও সহায়ক ভূমিকা রাখার অঙ্গীকার এর স্মারক হিসাবে দুটি কম্পিউটার উপহার দিয়েছেন।
কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজা, আওয়ামীলীগ নেতা মাহবুব উল আলম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলাইমান চিশতী প্রমুখ নেতৃবৃন্দ এ সময় সংসদ সদস্যের সাথে ছিলেন।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহ সভাপতি ফয়জুল ইসলাম মিলন ও হেলাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, মাসুদ রানা, কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, ক্রীড়া ও ধর্মীয় বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহন আলী, প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন বাবু,তূর্য হোসেন, রেজাউর রহমান তনু প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় প্রেসক্লাবের পক্ষে কম্পিউটার দু’টি গ্রহণ করেন।
উল্লেখ্য, ভেড়ামারা- মিরপুর আসনের এমপি নির্বাচিত হয়ে প্রথমবার ভেড়ামারা প্রেসক্লাব সফরকালে আলহাজ্ব কামারুল আরেফিন প্রেসক্লাবকে দুটি কম্পিউটার উপহার দেবার ঘোষণা দেন। আজ মঙ্গলবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন সেই প্রতিশ্রুতি পূরণের অংশ হিসাবে উন্নত মানের দুটি কম্পিউটার উপহার দিলেন। প্রেসক্লাবে দুটি কম্পিউটার পাওয়ায় সংশ্লিষ্ট সাংবাদিকগণ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।






















