০১:০৫ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ডাকাতি চলাকালীন পুলিশ সদস্যদের উপর হামলাকারী মূলহোতাসহ ৩ ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাব

গত ৩ মার্চ ২০২৪ তারিখ দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির সময় গাজীপুরের শ্রীপুর থানার টহলরত পুলিশ সদস্যদের ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে।

উক্ত ডাকাতির ঘটনা ও পুলিশ সদস্যদের উপর ডাকাত দল কর্তৃক অতর্কিত হামলার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গুরুত্বের সহিত প্রচারিত হয়; যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ডাকাত দলকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব-১ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাত দলের প্রধান মোঃ ইসমাইল সরদার লিটন (৩৮) ও তার অন্যতম সহযোগী মোঃ কামরুল মিয়া (২০) মোঃ হানিফ মাষ্টার (৪০)দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন ডাকাতির ঘটনার তাদের সম্পৃক্ততা ও পুলিশ সদস্যদের উপর হামলার বিষয়ে তথ্য প্রদান করে।

দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেঃকমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান,ডাকাত দলের প্রধান ইসমাইল ও তার অন্যতম সহযোগী হানিফসহ ৬/৭ জন ডাকাতির উদ্দেশ্যে গত ০৩ মার্চ ২০২৪ তারিখ দুপুরে কেরানীগঞ্জ হতে একটি পিকআপযোগে গাজীপুরের শ্রীপুর এলাকায় ডাকাতির জন্য গমন করে এবং শ্রীপুরের মাওনা এলাকায় সন্ধ্যা হতে ডাকাতির জন্য সুবিধাজনক স্থান রেকি করতে থাকে।

তিনি আরো জানান পরবর্তীতে একই দিন মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘীর হাসিখালী ব্রীজ এলাকায় রাস্তার উপর গাছের গুড়ি ফেলে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গণ ডাকাতি করতে থাকে। এসময় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ উক্ত ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে গেলে তারা পুলিশ সদস্যদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

ডাকাতরা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল আমিন এর মাথায় এবং কনস্টেবল সেলিম মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। খবর পেয়ে শ্রীপুর থানা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এসময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের এক সদস্য রুবেল চলন্ত গাড়ীর সাথে দুর্ঘটনায় পতিত হয়ে আহত হলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ডাকাত সদস্য রুবেলের তথ্যের ভিত্তিতে র‌্যাব কেরানীগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এজন্য সে গাজীপুর এলাকায় ডাকাতির পূর্বে পরিকল্পনা করার জন্য বিভিন্ন সময় গাজীপুর হতে জিনজিরায় গ্রেফতারকৃত ইসমাইল ও হানিফের নিকট আসতো এবং পুনরায় গাজীপুরে ফিরে গিয়ে পরিকল্পনা মোতাবেক ডাকাতিতে অংশগ্রহণ করতো।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/DS

বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ৩৩ আফগান সন্ত্রাসী নিহত

ডাকাতি চলাকালীন পুলিশ সদস্যদের উপর হামলাকারী মূলহোতাসহ ৩ ডাকাত’কে গ্রেফতার করেছে র‍্যাব

প্রকাশিত : ০১:৫৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

গত ৩ মার্চ ২০২৪ তারিখ দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির সময় গাজীপুরের শ্রীপুর থানার টহলরত পুলিশ সদস্যদের ডাকাত দলের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে।

উক্ত ডাকাতির ঘটনা ও পুলিশ সদস্যদের উপর ডাকাত দল কর্তৃক অতর্কিত হামলার বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গুরুত্বের সহিত প্রচারিত হয়; যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ডাকাত দলকে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব-১ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ডাকাত দলের প্রধান মোঃ ইসমাইল সরদার লিটন (৩৮) ও তার অন্যতম সহযোগী মোঃ কামরুল মিয়া (২০) মোঃ হানিফ মাষ্টার (৪০)দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন ডাকাতির ঘটনার তাদের সম্পৃক্ততা ও পুলিশ সদস্যদের উপর হামলার বিষয়ে তথ্য প্রদান করে।

দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেঃকমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান,ডাকাত দলের প্রধান ইসমাইল ও তার অন্যতম সহযোগী হানিফসহ ৬/৭ জন ডাকাতির উদ্দেশ্যে গত ০৩ মার্চ ২০২৪ তারিখ দুপুরে কেরানীগঞ্জ হতে একটি পিকআপযোগে গাজীপুরের শ্রীপুর এলাকায় ডাকাতির জন্য গমন করে এবং শ্রীপুরের মাওনা এলাকায় সন্ধ্যা হতে ডাকাতির জন্য সুবিধাজনক স্থান রেকি করতে থাকে।

তিনি আরো জানান পরবর্তীতে একই দিন মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘীর হাসিখালী ব্রীজ এলাকায় রাস্তার উপর গাছের গুড়ি ফেলে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে গণ ডাকাতি করতে থাকে। এসময় গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ উক্ত ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে গেলে তারা পুলিশ সদস্যদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।

ডাকাতরা পুলিশ সদস্য কনস্টেবল রুহুল আমিন এর মাথায় এবং কনস্টেবল সেলিম মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। খবর পেয়ে শ্রীপুর থানা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। এসময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের এক সদস্য রুবেল চলন্ত গাড়ীর সাথে দুর্ঘটনায় পতিত হয়ে আহত হলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ডাকাত সদস্য রুবেলের তথ্যের ভিত্তিতে র‌্যাব কেরানীগঞ্জ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এজন্য সে গাজীপুর এলাকায় ডাকাতির পূর্বে পরিকল্পনা করার জন্য বিভিন্ন সময় গাজীপুর হতে জিনজিরায় গ্রেফতারকৃত ইসমাইল ও হানিফের নিকট আসতো এবং পুনরায় গাজীপুরে ফিরে গিয়ে পরিকল্পনা মোতাবেক ডাকাতিতে অংশগ্রহণ করতো।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/DS