১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, আবারও নতুন নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। সকল ধরনের অপশক্তিকে পেছনে ফেলে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাজনীতিতে শিখবার কোনো শেষ নেই। জনগণই রাজনীতির মাঠে নেতাদের মূল শিক্ষক। সেই পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারের মন্ত্রীপরিষদে জায়গা পেয়ে সরকার প্রধান ও জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০২:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, আবারও নতুন নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। সকল ধরনের অপশক্তিকে পেছনে ফেলে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।

শনিবার (৯ মার্চ) দুপুরে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রাজনীতিতে শিখবার কোনো শেষ নেই। জনগণই রাজনীতির মাঠে নেতাদের মূল শিক্ষক। সেই পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারের মন্ত্রীপরিষদে জায়গা পেয়ে সরকার প্রধান ও জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে