রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস জনদুর্ভোগ কমিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে র্যাব-১ এর একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে।জনদুর্ভোগ কমিয়ে আনতে র্যাব-১ নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মার্চ ২০২৪ ইং তারিখ আনুমানিক ১১ ঘটিকা হতে ৩ ঘটিকা পর্যন্ত র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজাহারুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক দালাল চক্রের সক্রিয় সদস্য ফিরোজ আলম স্বপন (৪৬)’কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড মোঃ মোতালেব হোসেন (৩৩)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড জিয়াদ রহমান আয়স (২৯)’কে ০১ মাসের দিনের বিনাশ্রম কারাদন্ড ফিরোজ আলম (৩৬)’কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড মোহাম্মদ মিনহাজ হোসেন শান্ত (২৩)’কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণ (২২)’কে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ স্বপন হোসেন (২৫)’ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ 

























