ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
গত শনিবার জেলা পুলিশ লাইন্সে ড্রীলশেডে আয়াজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাহাম্মদ শাখাওয়াত হোসেন তার কাজের স্বীকৃতি স্বরূপ ওসি আসলাম হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন উপস্তিত ছিলেন। সভায় পুলিশের পারফমেন্স বিবেচনায় এপ্রিল মাসে মোহাম্মদ আসলাম হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
জানা যায়, গত এপ্রিল মাসে সদর মডেল থানার পুলিশ ৯৮ জন চোর, ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেফতার করে। একই সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামীসহ ৩১জন সাজাপ্রাপ্ত আসামী এবং গ্রেফতারী পরোয়ানার পলাতক ১৫১জন আসামীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও এপ্রিল মাসে সদর মডেল থানার পুলিশ দুটি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামীদেরকে গ্রেফতার করে এবং ৫৩৩টি দেশীয় অস্ত্র এবং ১ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে। এর আগেও তিনি কয়েকবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন বলেন, এই সম্মাননা এবং প্রাপ্তি আমাকে আগামীতে সদর থানার জনগণকে আরো বেশী দিতে অনুপ্রেরণা জোগাবে।
বিজনেস বাংলাদেশ/একে




















