২য় ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ গাজীপুর জেলার দুটি উপজেলায় ২১ মে অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা হয় মধ্য রাতে।
মঙ্গলবার (২১ মে) মধ্য রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মামুনুল ইসলাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয় (ঘোড়া প্রতীক) ৭০ হাজার ১৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল জলিল (আনারস প্রতীক) ৬৩ হাজার ৫৩২ ভোট পেয়েছেন। ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ ভোটের এই উপজেলায় ভোট পড়েছে ৩০ শতাংশ। উল্লেখ্য এই উপজেলায় নির্বাচন প্রচারণার শেষ মুহূর্তে বিজয়ী প্রার্থীকে ডেকে নিয়ে প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন! পরে উচ্চ আদালতে গিয়ে তিনি তার প্রার্থীতা ফিরে পায়। বিজয়ী হয়ে তার কর্মী সমর্থকদের উদ্যেশ্যে শ্রীপুর ভবনে ভাষণ দেন তিনি এবং সকলকে শান্ত থাকতে বলেন। তিনি আরও বলেন যে, এই বিজয় শ্রীপুর মা- মাটি প্রতিটি মানুষের। তারা তাদের উন্নয়নের জন্য আমাকে বাছাই করেছেন। আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ঘোষিত ফলাফল থেকে জানা গেছে, শ্রীপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীকে ৬৪০৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ৫৫৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সানজিদা রহমান।