০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪

‘দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, বেনজীর যেকোনো জায়গায় যেতেই পারেন’

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। নিষেধাজ্ঞা না থাকলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।

তিনি বলেন, আগামী ৬ জুন বেনজীর দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।

ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়।

তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।

শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

ফরিদপুর চর অঞ্চল ও কৃষকদের মাঝে জেলা প্রসাশকের গামবুট বিতরণ

‘দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই, বেনজীর যেকোনো জায়গায় যেতেই পারেন’

প্রকাশিত : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে সাবেক আইজিপি বেনজীর আহমেদের যেকোনো জায়গায় যেতেই পারেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও দেয়নি। নিষেধাজ্ঞা না থাকলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।

তিনি বলেন, আগামী ৬ জুন বেনজীর দুদকে হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।

ডয়চে ভেলের তথ্যচিত্রের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা মুশকিল। মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা প্রতিবেদন করেছে, যাতে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করা যায়।

তিনি বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় যেতে না পারার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। শ্রমিক পাঠানোর জন্য ৩১ মে যে ডেডলাইন ছিল, সেটি বাড়ানোর জন্য আলোচনা চলছে।

শ্রমিক যেতে না পারার পেছনে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/একে