০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

ফায়ার সেফটি প্রয়োজনীয়তার উপর ইসাবের প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) ২০২০ অনুযায়ী ভবনের ফায়ার সেফটি প্রয়োজনীয়তার উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত ইসাব কার্যালয়ে ৭ ও ৮ জুন অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজকরা। শনিবার সন্ধ্যায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী ফায়ার সেফটির গুরুত্ব তুলে ধরে বলেন,”বিএনবিসি ২০২০ এর ফায়ার সেফটি মানদণ্ড মেনে চলা এখন শুধু একটি প্রয়োজনীয়তা নয়, এটি আমাদের জীবন ও সম্পত্তির সুরক্ষার একটি নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।” বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে ভবন নির্মাণে মানদণ্ড মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

ইসাব সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক মো. নিয়াজ আলী চিশতী জানান, অগ্নি নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিতে ভবন নির্মাণ নীতিমালার যথার্থ প্রয়োগে ইসাব ভবিষ্যতেও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মানুষের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা গেলে ফায়ার সেফটি বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জি. এম মাহমুদুর রশিদ, যুগ্ম মহাসচিব মো. মাহমুদ-ই-খোদা, কোষাধ্যক্ষ মোঃ নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জি. মো. আল-ইমরান হোসেন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ

ফায়ার সেফটি প্রয়োজনীয়তার উপর ইসাবের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ০৫:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) ২০২০ অনুযায়ী ভবনের ফায়ার সেফটি প্রয়োজনীয়তার উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত ইসাব কার্যালয়ে ৭ ও ৮ জুন অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অগ্নি নিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় বলে জানিয়েছে আয়োজকরা। শনিবার সন্ধ্যায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী ফায়ার সেফটির গুরুত্ব তুলে ধরে বলেন,”বিএনবিসি ২০২০ এর ফায়ার সেফটি মানদণ্ড মেনে চলা এখন শুধু একটি প্রয়োজনীয়তা নয়, এটি আমাদের জীবন ও সম্পত্তির সুরক্ষার একটি নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।” বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে ভবন নির্মাণে মানদণ্ড মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

ইসাব সভাপতি এবং এফবিসিসিআই পরিচালক মো. নিয়াজ আলী চিশতী জানান, অগ্নি নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিতে ভবন নির্মাণ নীতিমালার যথার্থ প্রয়োগে ইসাব ভবিষ্যতেও তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মানুষের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা গেলে ফায়ার সেফটি বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আক্কাস মাহমুদ, ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, সহ-সভাপতি মোহাম্মদ ফয়সাল মাহমুদ, ইঞ্জি. এম মাহমুদুর রশিদ, যুগ্ম মহাসচিব মো. মাহমুদ-ই-খোদা, কোষাধ্যক্ষ মোঃ নূর-নবী, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, পরিচালক মো. ওয়াহিদ উদ্দিন, ইঞ্জি. মো. আল-ইমরান হোসেন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/DS