০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

চরফ্যাশনে প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় গরুর পায়ের রগ কর্তন

ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়ির আঙিনায় যাওয়ায় গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী শাহজাহান ডুবাইয়ের বিরুদ্ধে। এঘটনায় পাষণ্ড ওই ব্যক্তির বিরুদ্ধে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গরুর মালিক।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তাল-তলা এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক শফিক চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে বড় গাভীর সাথে দু’মাস বয়সের একটি ছোট বাছুর রশি ছাড়া ছিল। একপর্যায়ে পাশের বাড়ির বারেক মুন্সীর ছেলে শাহজাহান ডুবাই বাড়িতে প্রবেশ করে ছোট বাছুর গরুটি। এতে শাহজাহান ডুবাই ক্ষিপ্ত হয়ে আমার গরুর পেছনের বাম পায়ের একটি রগ কেটে দেয় এবং গায়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে গরুটি দাঁড়াতে পারছে না।

তিনি আরও জানান, শাহজাহান ডুবাই সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। তারপরও তিনি আমার গরুর সঙ্গে এমন আচরণ কেন করেছে? গ্রামের একটা নিয়ম আছে অন্যের কোনো গাছ বা ক্ষেতের ক্ষতি করলে পশুটিকে খোয়াড়ে দিতে হয়। কিন্তু তিনি তাও করেননি। বরং এই অবলা গরুর একটি পায়ের রগ কেটে দিলেন! একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দেখেছি শাহজাহান ডুবাইয়ের বাড়ির আঙিনায় রক্ত পরে আছে।

গরুর পায়ের রগ কাটার বিষয়টি অস্বীকার করে শাহজাহান ডুবাই বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান: গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগ

চরফ্যাশনে প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় গরুর পায়ের রগ কর্তন

প্রকাশিত : ০২:৫৯:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

ভোলার চরফ্যাশনে প্রতিবেশীর বাড়ির আঙিনায় যাওয়ায় গরুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী শাহজাহান ডুবাইয়ের বিরুদ্ধে। এঘটনায় পাষণ্ড ওই ব্যক্তির বিরুদ্ধে শশীভূষণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গরুর মালিক।

শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তাল-তলা এলাকায় এঘটনা ঘটে।

ভুক্তভোগী গরুর মালিক শফিক চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে বড় গাভীর সাথে দু’মাস বয়সের একটি ছোট বাছুর রশি ছাড়া ছিল। একপর্যায়ে পাশের বাড়ির বারেক মুন্সীর ছেলে শাহজাহান ডুবাই বাড়িতে প্রবেশ করে ছোট বাছুর গরুটি। এতে শাহজাহান ডুবাই ক্ষিপ্ত হয়ে আমার গরুর পেছনের বাম পায়ের একটি রগ কেটে দেয় এবং গায়ে ছুরি দিয়ে আঘাত করে। এতে গরুটি দাঁড়াতে পারছে না।

তিনি আরও জানান, শাহজাহান ডুবাই সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই। তারপরও তিনি আমার গরুর সঙ্গে এমন আচরণ কেন করেছে? গ্রামের একটা নিয়ম আছে অন্যের কোনো গাছ বা ক্ষেতের ক্ষতি করলে পশুটিকে খোয়াড়ে দিতে হয়। কিন্তু তিনি তাও করেননি। বরং এই অবলা গরুর একটি পায়ের রগ কেটে দিলেন! একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না।

স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, ঘটনা স্থলে গিয়ে দেখেছি শাহজাহান ডুবাইয়ের বাড়ির আঙিনায় রক্ত পরে আছে।

গরুর পায়ের রগ কাটার বিষয়টি অস্বীকার করে শাহজাহান ডুবাই বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।

বিজনেস বাংলাদেশ/DS