১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
মতবিনিময় সভায় জেলা প্রশাসক চট্টগ্রাম

কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়

দরিদ্র কিডনি রোগীদের ব্যয়বহুল চিকিৎসাকে সহজলভ্য করার স্বপ্ন নিয়ে কিডনি ট্রান্সপারেন্ট রোগী সাংবাদিক মরহুম এস এম জাহেদের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠিত কিডনি রোগী কল্যাণ সংস্থার সাথে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমানের মতবিনিময় সভা ২৭ জুন বৃহস্পতবার সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

সংস্থার আজীবন সদস্য ও প্রস্তাবিত কেপিডব্লুএ লায়ন এম এ মালেক ডায়ালাইসিস সেন্টারের আহ্বায়ক দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেকের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশ নেন। সংস্থার মানবিক চেতনার কর্মকাণ্ডে সরকার ও জেলা প্রশাসনের সহায়তা কামনা করে জেলা প্রশাসককে একটি স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেন এবং মানবসেবায় এমন মহত্তম উদ্যোগকে স্বাগত জানান।

আলোচনাকালে কিডনি রোগী কল্যাণ সংস্থা নেতৃবৃন্দ বলেন, শুধু কিডনি রোগের চিকিৎসা নয়, সাথে কিডনি রোগ থেকে কিভাবে বেঁচে থাকা যায় এ ব্যাপারে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। এসময় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের আয়ত্বের বাইরে ব্যয়বহুল দরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা সেবায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ সফল হবে। তিনি এ ব্যাপারে সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি দরিদ্র কিডনি রোগীদের সেবায় এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং একে এগিয়ে নিতে সরকারের সাথে চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিবর্গকেও যুগপৎভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নিজস্ব ভূমিতে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি আন্তরিকতা প্রদর্শন ও সহযোগিতার আশ্বাস প্রদান করায় কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এসময় সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক ওয়াহিদ মালেক, মানবাধিকার সংগঠক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, আজীবন সদস্য ওবায়দূল হক মনি, অফিস কর্মকর্তা আব্দুল আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ফরিদপুর চর অঞ্চল ও কৃষকদের মাঝে জেলা প্রসাশকের গামবুট বিতরণ

মতবিনিময় সভায় জেলা প্রশাসক চট্টগ্রাম

কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়

প্রকাশিত : ১২:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

দরিদ্র কিডনি রোগীদের ব্যয়বহুল চিকিৎসাকে সহজলভ্য করার স্বপ্ন নিয়ে কিডনি ট্রান্সপারেন্ট রোগী সাংবাদিক মরহুম এস এম জাহেদের উদ্যোগ ও প্রচেষ্টায় প্রতিষ্ঠিত কিডনি রোগী কল্যাণ সংস্থার সাথে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমানের মতবিনিময় সভা ২৭ জুন বৃহস্পতবার সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।

সংস্থার আজীবন সদস্য ও প্রস্তাবিত কেপিডব্লুএ লায়ন এম এ মালেক ডায়ালাইসিস সেন্টারের আহ্বায়ক দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেকের নেতৃত্ব পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সভায় অংশ নেন। সংস্থার মানবিক চেতনার কর্মকাণ্ডে সরকার ও জেলা প্রশাসনের সহায়তা কামনা করে জেলা প্রশাসককে একটি স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক তাঁদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেন এবং মানবসেবায় এমন মহত্তম উদ্যোগকে স্বাগত জানান।

আলোচনাকালে কিডনি রোগী কল্যাণ সংস্থা নেতৃবৃন্দ বলেন, শুধু কিডনি রোগের চিকিৎসা নয়, সাথে কিডনি রোগ থেকে কিভাবে বেঁচে থাকা যায় এ ব্যাপারে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। এসময় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের আয়ত্বের বাইরে ব্যয়বহুল দরিদ্র কিডনি রোগীদের চিকিৎসা সেবায় এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ উদ্যোগ সফল হবে। তিনি এ ব্যাপারে সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি দরিদ্র কিডনি রোগীদের সেবায় এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং একে এগিয়ে নিতে সরকারের সাথে চট্টগ্রামের ধনাঢ্য ব্যক্তিবর্গকেও যুগপৎভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

নিজস্ব ভূমিতে হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের প্রতি আন্তরিকতা প্রদর্শন ও সহযোগিতার আশ্বাস প্রদান করায় কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এসময় সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অন্যতম পৃষ্ঠপোষক ওয়াহিদ মালেক, মানবাধিকার সংগঠক ও কিডনি রোগী কল্যাণ সংস্থার আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, আজীবন সদস্য ওবায়দূল হক মনি, অফিস কর্মকর্তা আব্দুল আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে