১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

মেসিবিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার হয়ে এইদিন পেরুর বিপক্ষে মাঠে নামেননি ইঞ্জুরিতে ভুগতে থাকা মেসি এবং নিষেধাজ্ঞায় ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি। তারপরও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনা তুলে নিয়েছে জয় এবং কোয়ার্টারে পা রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা খেলতে নামে আগের দুই ম্যাচের মূল একাদশের অনেককেই বিশ্রাম দিয়ে। তাই পেরুর বিপক্ষে মূল একাদশে এদিন সুযোগ পায় মার্টিনেজ, গার্নাচো,প্যালাসিওস, লো সেলসোরা। মেসিবিহীন আর্জেন্টিনা খেলতে নেমেই ২-০ গোলে হারিয়ে দেয় পেরুকে। ম্যাচের ৪৭ এবং ৮৬ মিনিটে আকাশী-নীলদের হয়ে গোল দুইটি করেন লাউতারো মার্টিনেজ।

খেলার শুরু থেকেই পেরুর উপর একরকম চড়াও হয় আর্জেন্টিনা। অবশ্য তাদের সব আক্রমণই দৃঢতার সাথে রুখে দিচ্ছিলো পেরুর ডিফেন্ডাররা।প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য। কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৭ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে গোল করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ মিনিটের মাথায় পেরুর জালে আবারও বল জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার তালিয়াফিকো, কিন্ত গোলের আগে ফাউল হওয়ায় তা বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৭০ মিনিটে পেরুর ডি-বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা কিন্ত স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পারেদেস। ৮৬ মিনিটে সেই পারেদেসের বল বারে লেগে ফিরে আসলে ফিরতি বলেই নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন মার্টিনেজ।

আর আকাশী-নীল জার্সিতে চলতি কোপায় ২ ম্যাচে ৪ গোল করে গোলতালিকায় সবার উপরে এখন মার্টিনেজ। এদিন পেরুর সাথে ম্যাচ খেলতে নামেননি লিওনেল মেসি। হালকা ইঞ্জুরি থাকায় এবং পরের রাউন্ড আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট ঝুকি না নিয়ে মেসিকে বিশ্রামে রাখেন। আর আগের দুই ম্যাচে দ্বিতীয়ার্ধে দল মাঠে দেরিতে প্রবেশ করায় নিষেধাজ্ঞার কারণে ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি। তার পরিবর্তে দায়িত্ব পালন করেন তার সহকারী ওয়াল্টার স্যামুয়েল।

গ্রুপের অপর ম্যাচে চিলির সাথে গোলশূন্য ড্র করে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে কানাডা।

বিজনেস বাংলাদেশ/একে

মেসিবিহীন আর্জেন্টিনার দুর্দান্ত জয়

প্রকাশিত : ১০:৪৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনার হয়ে এইদিন পেরুর বিপক্ষে মাঠে নামেননি ইঞ্জুরিতে ভুগতে থাকা মেসি এবং নিষেধাজ্ঞায় ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি। তারপরও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে আর্জেন্টিনা তুলে নিয়েছে জয় এবং কোয়ার্টারে পা রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা খেলতে নামে আগের দুই ম্যাচের মূল একাদশের অনেককেই বিশ্রাম দিয়ে। তাই পেরুর বিপক্ষে মূল একাদশে এদিন সুযোগ পায় মার্টিনেজ, গার্নাচো,প্যালাসিওস, লো সেলসোরা। মেসিবিহীন আর্জেন্টিনা খেলতে নেমেই ২-০ গোলে হারিয়ে দেয় পেরুকে। ম্যাচের ৪৭ এবং ৮৬ মিনিটে আকাশী-নীলদের হয়ে গোল দুইটি করেন লাউতারো মার্টিনেজ।

খেলার শুরু থেকেই পেরুর উপর একরকম চড়াও হয় আর্জেন্টিনা। অবশ্য তাদের সব আক্রমণই দৃঢতার সাথে রুখে দিচ্ছিলো পেরুর ডিফেন্ডাররা।প্রথমার্ধ তাই শেষ হয় গোলশূন্য। কিন্ত দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৭ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে গোল করেন লাউতারো মার্টিনেজ। ৫৫ মিনিটের মাথায় পেরুর জালে আবারও বল জড়ান আর্জেন্টাইন ডিফেন্ডার তালিয়াফিকো, কিন্ত গোলের আগে ফাউল হওয়ায় তা বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৭০ মিনিটে পেরুর ডি-বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা কিন্ত স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন পারেদেস। ৮৬ মিনিটে সেই পারেদেসের বল বারে লেগে ফিরে আসলে ফিরতি বলেই নিজের এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন মার্টিনেজ।

আর আকাশী-নীল জার্সিতে চলতি কোপায় ২ ম্যাচে ৪ গোল করে গোলতালিকায় সবার উপরে এখন মার্টিনেজ। এদিন পেরুর সাথে ম্যাচ খেলতে নামেননি লিওনেল মেসি। হালকা ইঞ্জুরি থাকায় এবং পরের রাউন্ড আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় টিম ম্যানেজমেন্ট ঝুকি না নিয়ে মেসিকে বিশ্রামে রাখেন। আর আগের দুই ম্যাচে দ্বিতীয়ার্ধে দল মাঠে দেরিতে প্রবেশ করায় নিষেধাজ্ঞার কারণে ডাগ আউটে ছিলেন না লিওনেল স্কালোনি। তার পরিবর্তে দায়িত্ব পালন করেন তার সহকারী ওয়াল্টার স্যামুয়েল।

গ্রুপের অপর ম্যাচে চিলির সাথে গোলশূন্য ড্র করে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে কানাডা।

বিজনেস বাংলাদেশ/একে