০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪

কলম্বিয়ার সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

খেলার আগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল। হয়েছেও তাই। ৯০ মিনিটের লড়াই শেষে সমতায় শেষ হল ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচ। এই ম্যাচ ড্র হওয়ার সুবাদেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করে ফেলল সেলেসাওরা। শেষ আটে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রাফিনহারা (Raphinha)।

দুর্ভাগ্যবশত এই ম্যাচে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়ার। গ্রুপ পর্বে দুইটি হলুদ কার্ড দেখায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ভিনিসিয়াস।

বুধবার যুক্তরাষ্ট্রের লিভাইস স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। আগের ম্যাচে ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর পর মনে করা হয়েছিল স্বমহিমায় ফিরেছে তারা। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে আবার ছন্নছাড়া দেখাল হলুদ জার্সিধারিদের। ১২ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজ গোল করেন। বক্সের মধ্যে থেকে জোরালো শটে পরাস্ত করেন গোলরক্ষক অ্যালিসনকে। তিনি জায়গা ছোট করার চেষ্টা করলেও পারেননি।

গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল কলম্বিয়া। ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে। একটি জয় এবং দু’টি ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। বুধবার জিতেও পরের পর্বে যাওয়া হল না কোস্টারিকার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল উরুগুয়ের।ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার সকাল ৭ টায় (বাংলাদেশ সময়)

 

কলম্বিয়ার সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ১২:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪

খেলার আগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা ছিল। হয়েছেও তাই। ৯০ মিনিটের লড়াই শেষে সমতায় শেষ হল ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচ। এই ম্যাচ ড্র হওয়ার সুবাদেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকা করে ফেলল সেলেসাওরা। শেষ আটে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন রাফিনহারা (Raphinha)।

দুর্ভাগ্যবশত এই ম্যাচে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস জুনিয়ার। গ্রুপ পর্বে দুইটি হলুদ কার্ড দেখায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন ভিনিসিয়াস।

বুধবার যুক্তরাষ্ট্রের লিভাইস স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। আগের ম্যাচে ৪-১ গোলে প্যারাগুয়েকে হারানোর পর মনে করা হয়েছিল স্বমহিমায় ফিরেছে তারা। কিন্তু কলম্বিয়ার বিরুদ্ধে আবার ছন্নছাড়া দেখাল হলুদ জার্সিধারিদের। ১২ মিনিটের মাথায় ফ্রি কিক থেকে একক দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ব্রাজিল।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজ গোল করেন। বক্সের মধ্যে থেকে জোরালো শটে পরাস্ত করেন গোলরক্ষক অ্যালিসনকে। তিনি জায়গা ছোট করার চেষ্টা করলেও পারেননি।

গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনালে উঠল কলম্বিয়া এবং ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল কলম্বিয়া। ব্রাজিল রইল দ্বিতীয় স্থানে। একটি জয় এবং দু’টি ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল তারা। বুধবার জিতেও পরের পর্বে যাওয়া হল না কোস্টারিকার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল তারা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল উরুগুয়ের।ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার সকাল ৭ টায় (বাংলাদেশ সময়)