০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুলাই ২০২৪

ইউরোতে ফাইনালের আগে আরেক ফাইনাল : মুখোমুখি জার্মানী এবং স্পেন

ইউরো ২০২৪ এর আসর গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উপনীত।তাই ইউরোর উন্মাদনাও পৌঁছে গিয়েছে তুঙ্গে। সেই উন্মাদনার পারদ আরও বাড়াতে আজ রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক জার্মানী এবং চলতি আসরের অন্যতম ফেভারিট দল স্পেন।

আসরের স্বাগতিক দল জার্মানী এইবার টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে।নাগেলসম্যানের অধীনে জার্মানী যেন রীতিমতো উড়ছে।টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানী ৫-১ গোলে উড়িয়ে দেয় স্কটল্যান্ডকে।দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারালেও শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে শেষ মিনিটের গোলে পয়েন্ট ভাগাভাগি করে নাগেলসম্যানের শিষ্যরা।৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখে জার্মানী।সেখানে এরিকসন-স্মাইকেলের ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

অপরদিকে স্পেনও টুর্নামেন্টের শুরু থেকে ছিল উড়ন্ত ফর্মে ।প্রথম ম্যাচেই লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ঠিক তার পরের ম্যাচে আবার বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬ তে খেলা নিশ্চিত করে লা ফুয়েন্তের শিষ্যরা।এরপর গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারালে গ্রপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় এইবার আসরের অন্যতম চমক জাগানিয়া দল জর্জিয়ার।তবে পর্তুগালকে হারানো জর্জিয়া যেন পাত্তাই পেল না স্পেনের কাছে। ৪-১ গোলের ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে কোয়ার্টারে উঠে স্পেন।

জার্মানী এবং স্পেন এই দুইদল অবশ্য ঠিক একজায়গায় মিলেছে।দুই দলই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নিজেদের স্কোয়াড গড়েছে।তাই এক ধুন্ধুমার লড়াইয়ের প্রত্যাশা করছে ফুটবলপ্রেমীরা।

তবে এই দুই দলের মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে কথার লড়াই। রিয়াল মাদ্রিদকে এইবার চ্যাম্পিয়ন্স লীগ জেতানো স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন এই ম্যাচেই জার্মানীর বিদায় ঘটিয়ে টনি ক্রুসের অবসর নিশ্চিত করবে।

তবে হোসেলুর একসময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রুস নিজেও বলেছেন, স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই নিজের শেষ দেখছেন না তিনি। থামতে চান শিরোপা জিতে।

স্পেন-জার্মানীর এই জমজমাট লড়াইটি স্টুর্টগার্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে গড়াবে।

বিজনেস বাংলাদেশ/একে

অটোরিকশা চালককে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার- ২

ইউরোতে ফাইনালের আগে আরেক ফাইনাল : মুখোমুখি জার্মানী এবং স্পেন

প্রকাশিত : ১১:১৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪

ইউরো ২০২৪ এর আসর গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উপনীত।তাই ইউরোর উন্মাদনাও পৌঁছে গিয়েছে তুঙ্গে। সেই উন্মাদনার পারদ আরও বাড়াতে আজ রাত ১০ টায় মাঠে নামছে স্বাগতিক জার্মানী এবং চলতি আসরের অন্যতম ফেভারিট দল স্পেন।

আসরের স্বাগতিক দল জার্মানী এইবার টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে।নাগেলসম্যানের অধীনে জার্মানী যেন রীতিমতো উড়ছে।টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জার্মানী ৫-১ গোলে উড়িয়ে দেয় স্কটল্যান্ডকে।দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকে ২-০ গোলে হারালেও শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে শেষ মিনিটের গোলে পয়েন্ট ভাগাভাগি করে নাগেলসম্যানের শিষ্যরা।৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখে জার্মানী।সেখানে এরিকসন-স্মাইকেলের ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

অপরদিকে স্পেনও টুর্নামেন্টের শুরু থেকে ছিল উড়ন্ত ফর্মে ।প্রথম ম্যাচেই লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ঠিক তার পরের ম্যাচে আবার বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬ তে খেলা নিশ্চিত করে লা ফুয়েন্তের শিষ্যরা।এরপর গ্রুপের শেষ ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারালে গ্রপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় এইবার আসরের অন্যতম চমক জাগানিয়া দল জর্জিয়ার।তবে পর্তুগালকে হারানো জর্জিয়া যেন পাত্তাই পেল না স্পেনের কাছে। ৪-১ গোলের ব্যবধানে জর্জিয়াকে হারিয়ে কোয়ার্টারে উঠে স্পেন।

জার্মানী এবং স্পেন এই দুইদল অবশ্য ঠিক একজায়গায় মিলেছে।দুই দলই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে নিজেদের স্কোয়াড গড়েছে।তাই এক ধুন্ধুমার লড়াইয়ের প্রত্যাশা করছে ফুটবলপ্রেমীরা।

তবে এই দুই দলের মাঠের লড়াইয়ের আগেই জমে উঠেছে কথার লড়াই। রিয়াল মাদ্রিদকে এইবার চ্যাম্পিয়ন্স লীগ জেতানো স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলু ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেছেন এই ম্যাচেই জার্মানীর বিদায় ঘটিয়ে টনি ক্রুসের অবসর নিশ্চিত করবে।

তবে হোসেলুর একসময়ের রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রুস নিজেও বলেছেন, স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেই নিজের শেষ দেখছেন না তিনি। থামতে চান শিরোপা জিতে।

স্পেন-জার্মানীর এই জমজমাট লড়াইটি স্টুর্টগার্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে গড়াবে।

বিজনেস বাংলাদেশ/একে