সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে মামুন প্রামাণিক (২৮) নামের এক যুবককে দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ধৃত মামুন উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের পর্বত প্রামাণিকের ছেলে ও আঞ্চলিক ডাকাত দলের সক্রিয় সদস্য।
বুধবার (১০ই জুলাই) দুপুরে শাহজাদপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন থানার অফিসার ইনচার্জ মোঃ সবুজ রানা।
এসময় তিনি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ২টায় দ্বারিয়াপুর উত্তরপাড়ার টিএন্ডটি অফিস সংলগ্ন জনৈক মোঃ বাবুল শেখ এর বাড়িতে অভিযান চালিয়ে তার ভাড়াটে মামুন প্রামাণিকের ঘর থেকে দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এসময় মামুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
থানার অফিসার ইনচার্জ জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত মামুন ডাকাত দলের সক্রিয় সদস্য। সে বিভিন্ন স্থানে ডাকাতির সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজ তাকে শাহজাদপুর চৌকি আদালতে প্রেরণ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ডিএস