জাপান ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। শনিবার (১৩ জুলাই) মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার অগ্রগতি বিবেচনায় নিয়ে দেশটি এ ঘোষণা দিয়েছে।
দেশটির রাজধানী টোকিওতে এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া জানিয়েছেন, তারা মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রের সমাধানের পক্ষে। জাপান যে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য বোঝে ও এই লক্ষ্য অর্জনে তাদের প্রচেষ্টাকে সমর্থন করে তার প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইয়োকো বলেছেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে, আমরা শান্তি প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায় তা বিবেচনায় নিয়ে এই সমস্যাটি মোকাবিলা করা অব্যাহত রাখতে চাই।’
ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে বেশিরভাগ দেশ। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৩৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮৮ হাজার ২৯৫ ফিলিস্তিনি।
সূত্র : ওয়াফা

























