শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় ৫০ বোতল মদ সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ( ১১জুলাই) রাত ১২টা সময়ে অভিযান পরিচালনা করে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক গুচ্ছগ্ৰামের পূর্ব দিকে হাজীর খুল সংলগ্ন সমগুড়া বাজার হইতে বারমারী মিশন গামী এলাকার পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি বিনোদন কোচ (১৯) আটক করে পুলিশ। বিনোদন কোচ পশ্চিম সমশূড়া গ্ৰামের অনিল কোচ এর ছেলে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ শিফিকুর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোঃ সোহরাব হোসেন, এএসআই নিঃ মোঃ আরিফুল ইসলাম, এএসআই নিঃ মোঃ সোহেল রানা,কং/৩৩৮ উজ্জল সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক গুচ্ছগ্ৰামের পূর্ব দিকে হাজীর খুল সংলগ্ন সমগুড়া বাজার হইতে বারমারী মিশন গামী এলাকার পাকা রাস্তার উপর থেকে বিনোদন কোচ কে তল্লাশি করিয়া তাহার ডান হাতে ধরে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০টি বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ইনটেক কর্কযুক্ত মদ উদ্ধার করা হয়। প্রত্যেকটি বোতল কাঁচের। প্রত্যেকটি বোতলের মূল্য অনুমান ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা। আমদানিকৃত নিষিদ্ধ এসব মদ ভারত হতে পাচার করে এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি নাঈম মোহাম্মদ নাহিদ বলেন, গ্রেফতারকৃত বিনোদন কোচ সীমান্ত এলাকা হতে মদ ক্রয় করে দেশের বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকারোক্তিতে জানিয়েছে।
এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি বিনোদন কোচ কে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ফারুক